বিশ্ব খবর

আন্তর্জাতিক ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে মালয়েশিয়ায় প্রবাসীদের সম্মাননা প্রদান করবে বাংলাদেশ হাইকমিশন

আন্তর্জাতিক ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে মালয়েশিয়ায় প্রবাসীদের সম্মাননা প্রদান করবে বাংলাদেশ হাইকমিশন

মো:নুরুল ইসলাম সুজন, মালয়শিয়া।। আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে মালয়েশিয়ায় প্রবাসীদের সম্মাননা দেয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ হাইকমিশন। সম্মাননা নেয়ার জন্য প্রবাসীদের আবেদন জমা দেয়ার আহ্বান জানানো হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশনের ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।


আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৫ উপলক্ষে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ায় কৃষি, শিক্ষা, গবেষণা, চিকিৎসা, প্রকৌশল, ব্যবসা, সমাজ সেবাসহ বিভিন্ন পেশায় নিয়োজিত প্রবাসী বাংলাদেশীদের মধ্যে যারা তাঁদের মেধা, দক্ষতা ও শ্রমের মাধ্যমে বাংলাদেশ ও মালয়েশিয়ায় অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ভূমিকা পালন করেছেন এবং মালয়েশিয়ায় বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন তাঁদের মধ্যে থেকে আবেদন ও যাচাই বাছাই এর ভিত্তিতে কয়েকজনকে 'অভিবাসী দিবস পুরস্কার'-এ ভূষিত করার উদ্যোগ গ্রহণ করেছে।


এ লক্ষ্যে আগ্রহী প্রার্থীদের আগামী ৩১ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে নিম্নোক্ত তথ্যসহ মান্যবর হাই কমিশনার বরাবর আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

আবেদনের নিয়ম:

ক। নাম ও পাসপোর্ট নম্বর

খ। বাংলাদেশে স্থায়ী ঠিকানা

গ। মালয়েশিয়ায় বর্তমান ঠিকানা ও মোবাইল নম্বর

ঘ। বর্তমান পেশা ও কর্মস্থল

ঙ।পাসপোর্ট সাইজের রঙিন ছবি

চ। আবেদনের ক্যাটাগরি

ছ। বিশেষ অবদান / অর্জনের বিবরণ (৫০০ শব্দের মধ্যে বাংলা বা ইংরেজি ভাষায়)

জ। অবদান / অর্জনের প্রমাণক বা এ সংক্রান্ত তথ্যাদি (যদি থাকে)।

প্রাপ্ত আবেদন সমূহ যাচাই বাছাই এর মাধ্যমে পুরষ্কার প্রাপ্তদের তালিকা প্রস্তুত করা হবে। আবেদনপত্র প্রেরণের ঠিকানা নিম্নরূপঃ

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন

নং 8, লরং ইয়াপ কোয়ান সেং, 50450, কুয়ালালামপুর।

ইমেইল :mission.kualalumpur@mofa.gov.bd

fs.bhc.kl@gmail.com 

 আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৫ সফলভাবে উদযাপনে হাই কমিশনের এই উদ্যোগে প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহন ও আন্তরিক সহযোগিতা বিশেষভাবে কাম্য।