জাতীয় নাগরিক পার্টির ‘নতুন বাংলাদেশ ইশতেহার’ ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীর শহীদ মিনার এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা তল্লাশি চালিয়ে আশেপাশের এলাকা নিরাপদ করেছেন।
নির্বাহী সূত্র জানায়, পুলিশ ও নিরাপত্তা বাহিনী সকল সম্ভাব্য ঝুঁকি মোকাবিলার জন্য উচ্চ সতর্কতা অবলম্বন করেছে, যাতে অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।