প্রকাশের সময়: ১২ মার্চ, ২০২৫ ০৯:১৭ পূর্বাহ্ণ
নওগাঁয় ট্রাকচাপায় প্রাণ গেলো স্বামী-স্ত্রীর | MkProtidin
Logo
/ সারাদেশ
অনির্দিষ্ট
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৫ ০৭:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নওগাঁয় ট্রাকচাপায় প্রাণ গেলো স্বামী-স্ত্রীর

নওগাঁয় ট্রাকচাপায় প্রাণ গেলো স্বামী-স্ত্রীর
ছবি : সংগৃহীত
মোঃ আরাফাত আলী (নওগাঁ জেলা প্রতিনিধি): নওগাঁয় ট্রাকচাপায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) দুপুর দেড়টার দিকে শহরের নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের খলিশাকুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বগুড়ার আদমদিঘী উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কোলা পালসা গ্রামের আফাজ উদ্দিন (৫৫) ও তার স্ত্রী বিলকিস বানু (৫০)। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে আফাজ উদ্দিন তার স্ত্রী বিলকিসকে নিয়ে নওগাঁ শহর বাইবাস হয়ে মোটরসাইকেলযোগে পার্শ্ববর্তী বগুড়ার আদমদিঘী উপজেলায় নিজ বাড়িতে ফিরছিলেন। পথে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের খলিশাকুড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়। নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, ট্রাকটি জব্দ করাসহ দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387