চট্টগ্রাম নগরের হালিশহর-পাহাড়তলী থানা সংলগ্ন সাগরিকা এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রায় ৩২০ কোটি টাকা মূল্যের ৩২ একর জমি অবৈধভাবে দখল করে রেখেছেন আওয়ামী লীগ নেতাসহ প্রভাবশালী ৩৯ ব্যক্তি।
১৬ বছর ধরে কাভার্ডভ্যান ইয়ার্ড, এক্সকাভেটর ডিপো, ডেইরি ফার্ম, গাড়ির গ্যারেজ ভাড়া দিয়ে সেখান থেকে তারা বছরে প্রায় শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
অবশেষে এসব জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান শুরু করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। ফলে ১৬ বছর পর নিজের জমি ফিরে পেতে যাচ্ছে পাউবো।
রোববার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে তিন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান শুরু করে জেলা প্রশাসন।
যাদের দখলে সরকারি জায়গাগুলো : অবৈধ দখলদারদের মধ্যে আওয়ামী লীগের সাবেক এমপি দিদারুল আলমের দখলে থাকা ৭ একর জায়গাজুড়ে কাভার্ডভ্যান ও এক্সকাভেটর ইয়ার্ড রয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্যানেল মেয়র নিছার উদ্দিন আহম্মেদ মঞ্জুর দখলে রয়েছে পাউবোর আড়াই একর জায়গা।
আওয়ামী লীগ নেতা মঞ্জু দশমিক ৪২ একর জায়গা বছরে ১৫ লাখ টাকায় মুনছুর মিস্ত্রির কাছে কাভার্ডভ্যান ইয়ার্ড, দশমিক ৩৮ একরের আরেকটি জায়গা আরিফুর রহমান রুবেলের কাছে ১৮ লাখ টাকায়, দশমিক ৫৪ একরের আরেকটি জায়গা আব্দুল মমিনের কাছে ২৪ লাখ টাকায় ভাড়া এবং নিজে দশমিক ৮৫ একর জায়গা দখল করে রেখেছেন। একইভাবে চসিকের সাবেক কাউন্সিলর আবুল হাসেম দশমিক ০১৬২ একর জায়গা ট্রলি ডিপো ভাড়া দিয়ে বছরে ১৮ লাখ টাকা আদায় করছেন।