প্রকাশের সময়: ২৩ মার্চ, ২০২৫ ১২:৫৫ অপরাহ্ণ
আত্রাইয়ে ১৩টি গরুসহ চোর আটক | MkProtidin
Logo
/ সারাদেশ
অনির্দিষ্ট
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২৫ ০৬:২৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে ১৩টি গরুসহ চোর আটক

আত্রাইয়ে ১৩টি গরুসহ চোর আটক
ছবি : সংগৃহীত
মোঃ আরাফাত আলী (নওগাঁ জেলা প্রতিনিধি): নওগাঁর আত্রাইয়ে ১৩ টি চোরাই গরুসহ এক জনকে আটক করেছে আত্রাই থানা পুলিশ। শনিবার (২২ মার্চ) দিবাগত রাতে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) সাহাবুদ্দিন এর নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করে। আটককৃত ছোটন প্রামানিক (২৭) উপজেলার মনিয়ারি ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের মৃত রওশন আলীর ছেলে। এর বিরুদ্ধে চুরির মামলা রুজু করে রোববার জেলা কারাগারে পাঠানো হয়েছে। আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) সাহাবুদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গরু চুরির অপরাধে ছোটন প্রামানিক'কে আমরা শনিবার রাতে আটক করি। ছোটনের দেওয়া স্বীকারোক্তি মতে জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম স্যারের দিকনির্দেশনা অনুযায়ী বগুড়া জেলাধীন কাহালু উপজেলার পিলকুঞ্জ গ্রামে আবুল হোসেন সাহের ছেলে আব্দুল গফুর শাহ (৪০) এর বাড়ীতে অভিযান চালাই। অভিযানে গফুরের গোয়াল ঘর হতে ১৩ টি গরু উদ্ধার করতে সক্ষম হই। অভিযানের সময় আমাদের উপস্থিতি টের পেয়ে গফুর পালিয়ে যান। এদিকে গরু উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে পার্শ্ববর্তী কয়েকটি উপজেলা হতে হারানো গরুর মালিক থানায় এসে ভিড় জমায়। সেইসাথে উপজেলার গরু ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে স্বস্তি বিরাজ করছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387