প্রকাশের সময়: ২৩ জুলাই, ২০২৫ ০১:০১ অপরাহ্ণ
অবশেষে রাইসা খোঁজ মিলেছে | MkProtidin
Logo
/ স্বাস্থ্য ও লাইফস্টাইল
অনির্দিষ্ট
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২৫ ০৮:৩৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

অবশেষে রাইসা খোঁজ মিলেছে

অবশেষে রাইসা খোঁজ মিলেছে
ছবি : সংগৃহীত

 

আলী আহসান রবি 
২৩ জুলাই, ,২০২৫

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর বিমান বিধ্বস্তের পর নিখোঁজ হওয়া তৃতীয় শ্রেণির ছাত্রী রাইসা মনির (১১) খোঁজ পাওয়া গেছে, ঢাকা সিএমএইচ হাসপাতালে তার মরদেহের সন্ধান রয়েছে।
নিহত রাইসা মনির চাচা ইমদাদুল শেখ আজ মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে বিষয়টি নিশ্চিত করেন, এর আগে বিকেলে ঢাকা সিএমএইস হাসপাতালে নিহত রাইসার মরদের শনাক্ত করেন তার বাবা শাহাবুল শেখ,
রাইসা মনি ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল, সে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া গ্রামের শাহাবুল শেখের মেয়ে, শাহাবুল শেখ ঢাকার মিরপুর এলাকার একজন ব্যবসায়ী।

রাইসার চাচাতো ভাই তারিকুল শেখ বলেন, ‘রাইসা মনির খোঁজ পাওয়া গেছে। তবে সে আর পৃথিবীতে জীবিত নেই। তার বাবা নিজে মেয়ের মরদেহ শনাক্ত করেছেন।’ রাইসা মনি ভাই-বোনের মধ্যে দ্বিতীয়, তার বড় বোন ও ছোট ভাই রয়েছে। রাইসার মরদেহ খুঁজে পেয়ে তার পরিবারে শোকের মাতম চলছে বলে জানান তিনি।
চাচা ইমদাদুল বলেন, ‘রাইসা মনি আর বেঁচে নেই। তার শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে, পেটের ওপর থেকে মাথা পর্যন্ত বেশি পুড়েছে,  তবে তার মুখমণ্ডল দেখে তার বাবা মেয়ে রাইসা মনিকে শনাক্ত করেছেন।
 
তিনি আরও বলেন, ‘ডিএনএ নমুনা টেস্ট দেওয়ার জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে, ডিএনএ টেস্টের নমুনা রেখে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে পুলিশ জানিয়েছে, পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হলে আজই গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হবে,  এখানেই তার মরদেহ দাফন করা হবে।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387