প্রকাশের সময়: ২৫ মার্চ, ২০২৫ ০৪:৩০ অপরাহ্ণ
কালিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও বিদেশি মুদ্রাসহ একজন আটক | MkProtidin
Logo
/ সারাদেশ
অনির্দিষ্ট
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২৫ ০৮:০৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও বিদেশি মুদ্রাসহ একজন আটক

কালিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও বিদেশি মুদ্রাসহ একজন আটক
ছবি : সংগৃহীত
হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও বিভিন্ন দেশের মুদ্রারসহ আবু হাসান রাজু (৩২) নামের এক যুবককে আটক করা হয়েছে। (২৫ মার্চ) মঙ্গলবার গভীর রাতে কালিগঞ্জের পাউখালী সেনা ক্যাম্পের একটি আভিযানিক দল উপজেলার মথুরেশপুর ইউনিয়নের চরযমুনা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন। আটক আবু হাসান রাজু উপজেলার মথুরেশপুর ইউনিয়নের চরযমুনা গ্রামের কামাল হোসেনের ছেলে।পাউখালী সেনা ক্যাম্প সূত্রে জানাগেছে, আবু হাসান একজন চিহৃিত আলোচিত সন্ত্রাসী।সম্প্রতি কালিগঞ্জ উপজেলার বিভিন্ন বিশৃঙ্খলামূলক কর্মকাণ্ডে তার সরাসরি সম্পৃক্ততা অভিযোগ পাওয়া যায়। গোপন সংবাদের ভিত্তিতে সেনা ক্যাম্পের একটি আভিযানিক টিম অভিযান চালিয়ে আবু হাসান রাজুকে আটক করেন। এ সময় তার বাড়ি থেকে একটি রামদা, তিনটি চাপাতি, একটি চাকু, দুইটি লোহা ধার করার রেত, দুইটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ৮টি দেশের বিভিন্ন নোট উদ্ধার করা হয় বুধবার (২৫মার্চ) জব্দকৃত অস্ত্র ও অন্যান্য মালামালসহ আবু হাসান রাজুকে কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হাফিজুর রহমান বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়াধীন আছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387