ধর্ষণের হুমকি পাওয়ায় এক কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে মামলা করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের অগ্নিকন্যা হিসেবে পরিচিত ফারজানা সিঁথি।
মঙ্গলবার (১১ মার্চ) রাতে হৃদয়ের নামে শেরেবাংলা নগর থানায় মামলা করেন সিঁথি। খবরটি সংবাদমাধ্যমকে সিঁথি নিজেই নিশ্চিত করেছেন।
সম্প্রতি ফেসবুক লাইভে এসে সিঁথিকে ধর্ষণের হুমকি দেন কন্টেন্ট ক্রিয়েটর মাহমুদ হৃদয় খান। পরবর্তীতে অনিরাপদ বোধ থেকে হুমকি ও মানহানির জন্য এ মামলা দায়ের করেন সিঁথি।
মামলার বিষয়ে ফারজানা সিঁথি বলেন, ‘২৭ ফেব্রুয়ারি হৃদয় ফেসবুক লাইভে এসে আমাকে ধর্ষণের হুমকি দেন। পাশাপাশি আমার জীবন যাপন, চলাফেরা, পোশাক আশাক নিয়ে নোংরাভাবে কথা বলে। সেইসঙ্গে আমাকে ধর্ষণ করলে তিনি পুরস্কার দেবেন বলেও ঘোষণা দেন।’
সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল:
mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387