প্রকাশের সময়: ২৯ মার্চ, ২০২৫ ০৬:৪৬ অপরাহ্ণ
সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রতিবন্ধীদের ঈদ সামগ্রী ও পোশাক বিতরণ | MkProtidin
Logo
/ সারাদেশ
অনির্দিষ্ট
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২৫ ০৮:২৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রতিবন্ধীদের ঈদ সামগ্রী ও পোশাক বিতরণ

সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রতিবন্ধীদের ঈদ সামগ্রী ও পোশাক বিতরণ
ছবি : সংগৃহীত
হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জে ঈদ সামগ্রী ও পোশাক বিতরণ করা হয়েছে। সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার আয়োজনে শনিবার (২৯ মার্চ) বেলা ১১টায় উপজেলার মথুরেশপুর ইউনিয়নের মকুন্দপুর গ্রামে সংস্থার নিজস্ব কার্যালয়ে ৪৭টি পরিবারের মাঝে এ ঈদ সামগ্রী ও পোশাক বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকুন্দপুর গ্রামের রাশিয়া প্রবাসী মথুরেশপুর ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আব্দুর রব, সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার উপদেষ্টা হাফিজুর রহমান শিমুল ও মোঃ ইশারাত আলীসহ স্থানীয় মাহবুবর রহমান ও আরও অনেকে। ঈদ সামগ্রীর মধ্যে ছিল ১ কেজি চাউল , ১ কেজি চিনি, ১ লিটার তেল, ১ কেজি পিয়াজ, ১টি সাবান, ৫০০ গ্রাম বুট, ১ প্যাকেট নুডুলস, বাদাম, কিসমিস, এক প্যাকেট গুড়ো দুধ, সাড়ে ৭০০ গ্রাম সেমাই। এসময় সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার দুই জন কর্মচারীকে পাঞ্জাবি, গেঞ্জি এবং তিনজন কর্মচারীকে থ্রি পিস প্রদান করা হয়। সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার ঈদ সামগ্রী প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাহী পরিচালক ফরহাদ রেজা। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সাংবাদিক হাফিজুর রহমান শিমুল।
সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387