প্রকাশের সময়: ০৯ আগস্ট, ২০২৫ ০২:১৩ অপরাহ্ণ
বাগেরহাটে অনুষ্ঠিত জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট -২৫ | MkProtidin
Logo
/ খেলাধুলা
অনির্দিষ্ট
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৫ ০৮:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাগেরহাটে অনুষ্ঠিত জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট -২৫

বাগেরহাটে অনুষ্ঠিত জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট -২৫
ছবি : সংগৃহীত

মাসুম বিল্লাহ,
 
জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের স্মরণে শনিবার (৯ আগস্ট ২০২৫) বাগেরহাটে অনুষ্ঠিত হয় জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট – ২০২৫"। শহীদদের ত্যাগ ও আদর্শ স্মরণ এবং খেলাধুলার মাধ্যমে ঐক্য, ভ্রাতৃত্ব ও অনুপ্রেরণার বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন।
টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয় বাগেরহাটের পচাদিঘিপাড় মাঠে সকাল ১০ টায়। 
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ। 
বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এস. এম. মুছতাকুজ্জামান রহমান। 
সম্মানিত অতিথি হিসেবে ছিলেন বাগেরহাট সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদ-উল-হাসান।

টুর্নামেন্ট এর আয়োজক শেখ মনজুরুল হক রাহাদ তার বক্তব্যে বলেন:- মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার ভূমিকা অপরিসীম। খেলাধুলা শুধু শারীরিক সুস্থতাই আনে না, এটি মানুষকে শৃঙ্খলা, দলগত কাজ ও দেশপ্রেমে অনুপ্রাণিত করে। এ ধরনের আয়োজন তরুণদের সঠিক পথে এগিয়ে যেতে সহায়তা করবে।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387