সারাদেশ

দিনাজপুরে রিকশা-ভ্যান চালকেরা বিক্ষোভ: পৌরসভার অগণতান্ত্রিক সিদ্ধান্ত ও লাইসেন্স দাবিতে র‌্যালি

দিনাজপুরে রিকশা-ভ্যান চালকেরা বিক্ষোভ: পৌরসভার অগণতান্ত্রিক সিদ্ধান্ত ও লাইসেন্স দাবিতে র‌্যালি

মোঃ আহসানুজ্জামান : 

দিনাজপুরে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট ও রিকশা, ব্যাটারি রিকশা, ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের উদ্যোগে শ্রমিক ও চালকদের নিয়ে বিক্ষোভ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) দিনাজপুর প্রেসক্লাবের সামনে শুরু হওয়া বিক্ষোভ সমাবেশে বক্তারা দাবি জানান, পৌরসভার অগণতান্ত্রিক সিদ্ধান্ত প্রত্যাহার করা হোক। পাশাপাশি, ব্যাটারি চালিত থ্রি-হুইলার ও সমজাতীয় যানবাহনের দ্রুত নিবন্ধন, রুট পারমিট প্রদান ও বিআরটিএ কর্তৃক লাইসেন্স জারি করতে হবে।

সমাবেশে বক্তারা আরও বলেন, মোড়ে-মোড়ে চাঁদাবাজি বন্ধ করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ জরুরি। এতে শুধু চালকদের স্বার্থ রক্ষা হবে না, বরং সাধারণ মানুষের জন্যও সুষ্ঠু পরিবহন নিশ্চিত হবে।

উক্ত র‌্যালিতে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা, স্থানীয় সমাজসেবক এবং বিভিন্ন পেশার সাধারণ মানুষ। তাঁরা এককভাবে এবং দলবদ্ধভাবে স্লোগান দিতে দিতে প্রেসক্লাব থেকে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। বক্তারা এলাকার সকল রাজনৈতিক ও প্রশাসনিক কর্তৃপক্ষের কাছে নীতিমালা দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

বিক্ষোভ শেষে সমাবেশে উপস্থিতরা ঐক্যবদ্ধভাবে এই দাবি পূরণের অঙ্গীকার ব্যক্ত করেন এবং জানান, কর্মসূচিটি শুধুমাত্র শ্রমিকদের অধিকার রক্ষার জন্য, কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয়।