আইন ও বিচার

দোয়ারাবাজারে পুলিশের অভিযানে ৬৩ বোতল ভারতীয় মদ উদ্ধার

দোয়ারাবাজারে পুলিশের অভিযানে ৬৩ বোতল ভারতীয় মদ উদ্ধার

সেলিম মাহবুব : দোয়ারাবাজার থানা পুলিশের এক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। রবিবার (২ নভেম্বর) রাত দোয়ারাবাজার থানা পুলিশের একটি বিশেষ দল উপজেলার ৯ নং সুরমা ইউনিয়নের টিলাগাঁও এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৬৩ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে।

টিলাগাঁও এলাকার ইসলাম উদ্দিনের বাড়ির পশ্চিম পাশে রাবার ড্যাম খালের পূর্ব পাড়ের একটি ঝোপের ভিতর থেকে পুলিশ ১৮০ মিলি লিটারের ৪০ বোতল এসিব্ল্যাক মদ ও ৩৭৫ মিলি লিটারের ২৩ বোতল অফিসার চয়েজ (ভারতীয়  মদ) উদ্ধার করে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা মাদক ব্যবসায়ীরা
ঝোপের মধ্যে মদ রেখে পালিয়ে যায়।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক জানান, উদ্ধারকৃত মদগুলো জব্দ করা হয়েছে। অজ্ঞাতনামা মদ ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি  মামলা রুজুর প্রক্রিয়া চলছে।