/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২৫ ০৮:২২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সঙ্গে বাফওয়া সভানেত্রীর সৌজন্য সাক্ষাৎ ও বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময়
ছবি : সংগৃহীত
অদ্য ১৩ এপ্রিল ২০২৫, চৈত্র সংক্রান্তির দিনে বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি এবং আদার্স ওমেন এন্ড চিলড্রেন ক্লাবের সম্মানিত সভানেত্রী সালেহা খান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত যারা কম্বাইন্ড মিলিটারি হসপিটালে (CMH) চিকিৎসা গ্রহণ করছেন, তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময়ে সম্মানিত সভানেত্রী তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
উল্লেখ্য যে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ৩৯ জনের চিকিৎসা সেবা বর্তমানে কম্বাইন্ড মিলিটারি হসপিটালে (CMH) চলমান রয়েছে। হসপিটালের বার্ন এন্ড ট্রমা সেন্টার, নিউরোলজি, ইউরোলজি, অর্থপেডিক্স এবং অফিসার্স ফ্যামিলি ওয়ার্ডে চিকিৎসা সেবা গ্রহণরত ৩৯ জনের মধ্যে সেনাবাহিনীর একজন কর্পোরাল এবং পুলিশের একজন কনস্টেবল রয়েছেন।
উক্ত সৌজন্য সাক্ষাতে সম্মানিত বাফওয়া সভানেত্রীর সঙ্গে কমান্ড্যান্ট, সিএমএইচ সহ বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশার এর সিনিয়র মেডিক্যাল অফিসারবৃন্দ, কেন্দ্রীয় বাফওয়ার সম্পাদিকা এবং সিনিয়র লিয়াজোঁ কর্মকর্তাসহ সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল:
mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387