আলী আহসান রবি
ঢাকা (১৩ এপ্রিল, ২০২৫ খ্রি.):
বাংলাদেশী পাসপোর্টে "ইসরায়েল ব্যতীত” শর্ত পুনর্বহাল করা হয়েছে।
গত ০৭ এপ্রিল ২০২৫ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের বহিরাগমন-৪ শাখা থেকে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক বরাবর প্রেরিত এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে। চিঠিতে স্বাক্ষর করেন বহিরাগমন-৪ শাখার উপসচিব নীলিমা আফরোজ।
চিঠিতে যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে পূর্বের ন্যায় বাংলাদেশী পাসপোর্টে "ইসরায়েল ব্যতীত" শর্ত পুনর্বহালের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল:
mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387