প্রকাশের সময়: ২৭ আগস্ট, ২০২৫ ১২:১৬ অপরাহ্ণ
শান্তিগঞ্জে মাছের উৎপাদন বৃদ্ধিতে পোনামাছ অবমুক্ত | MkProtidin
Logo
/ অর্থনীতি
অনির্দিষ্ট
আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২৫ ০১:১৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

শান্তিগঞ্জে মাছের উৎপাদন বৃদ্ধিতে পোনামাছ অবমুক্ত

শান্তিগঞ্জে মাছের উৎপাদন বৃদ্ধিতে পোনামাছ অবমুক্ত
ছবি : সংগৃহীত

মান্নার মিয়া : সুনামগঞ্জের শান্তিগঞ্জে রাজস্ব বাজেটের আওতায় ২০২৫-২৬ অর্থ বছরে দেখার হাওরের প্লাবনভূমি ও ৩টি প্রাতিষ্ঠানিক পুকুরে বিভিন্ন প্রজাতির ৫শ’ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) সকাল ১১টায় উপজেলা মৎস্য অফিসের আয়োজনে এ পোনামাছ অবমুক্ত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা শামশুল করিম, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব, উপজেলা মৎস্য কর্মকর্তা আল-আমীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, শান্তিগঞ্জ কার্প হ্যাচারি কমপ্লেক্স কর্মকর্তা মনিরুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মৎস্য বিভাগ জানায়, এ পোনামাছ অবমুক্তকরণে হাওর ও পুকুরসমূহে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে, যা স্থানীয় চাহিদা পূরণসহ অর্থনৈতিক সমৃদ্ধি বয়ে আনবে।
 এ কর্মসূচি স্থানীয় জনগণের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে এবং তারা মৎস্য সম্পদ রক্ষায় একযোগে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387