Magazines cover a wide range of subjects, including fashion, lifestyle, health, politics, business, entertainment, sports, and science.

  • হোম
  • ব্লগের বিবরণ
সারাদেশ

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বোরো ধান কাটার উৎসব কৃষকদের মুখে হাসি

১৬ এপ্রি, ২০২৫ পড়া হয়েছে: ১৪৯০
সুনামগঞ্জের  টাঙ্গুয়ার হাওরে বোরো ধান কাটার উৎসব  কৃষকদের মুখে হাসি

মধ্যনগর প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম।।

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর বোরো ধান ও মাছের জন্য বিখ্যাত টাঙ্গুয়ার হাওর
হাওর অঞ্চলে শুরু হয়েছে বোরো ধান কাটার উৎসব । দিন দিন হাওরে ব্যস্ত হয়ে উঠেছে কৃষক ও শ্রমিকদের পদচারণা। ভোর হতে সন্ধ্যা পর্যন্ত চলেছে ধান কাটার কাজ। এ বছর অনুকূল আবহাওয়া এবং সঠিক সময়ে সেচ সুবিধা পাওয়ায় ভালো ফলন হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা।
বোরো মৌসুমে টাঙ্গুয়ার হাওর অঞ্চল জুড়ে হাজার হাজার কৃষক ধান চাষ করে থাকেন। হাওরের প্রান্তিক কৃষক আকবর বাদশা বলেন, “এবার ফলন ভালো হয়েছে। যদি প্রাকৃতিক দুর্যোগ না আসে, তাহলে ধান বিক্রি করে ভালো লাভ হবে।”
স্থানীয় প্রশাসন জানিয়েছে, হাওরে ধান কাটার জন্য সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসার বলেন, “কৃষকদের নিরাপত্তা, শ্রমিক সংকট নিরসন ও ধান পরিবহনের জন্য সকল ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে।”
তবে শ্রমিক সংকট কিছুটা হলেও দেখা দিয়েছে। এক স্থানীয় কৃষক বলেন, “শ্রমিকের চাহিদা বেশি, অনেক সময় ভালো মজুরি দিলেও শ্রমিক পাওয়া যাচ্ছে না।”
প্রতি বছর এপ্রিল-মে মাসেই টাঙ্গুয়ার হাওরের ধান কাটা শুরু হয়। এই সময় কৃষকদের সাথে সাথে জড়িত থাকে অনেক শ্রমজীবী মানুষও, যারা অন্য জেলাগুলো থেকে মৌসুমি শ্রমিক হিসেবে এখানে এসে কাজ করেন।
এই বোরো মৌসুমে সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে ধান সংগ্রহ কার্যক্রমও শুরু হবে বলে জানিয়েছে উপজেলা খাদ্য অধিদপ্তর।
টাঙ্গুয়ার হাওরের এই বোরো ধান শুধুমাত্র স্থানীয় চাহিদাই পূরণ করে না, বরং দেশের খাদ্য নিরাপত্তার এক বড় অংশ নিশ্চিত করে থাকে। তাই প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেলে এই মৌসুমটি হাওরবাসীর জন্য আশীর্বাদ বয়ে আনবে।
ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার সম্মানিত কৃষক ভাইদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর পানি উন্নয়ন বোর্ডের সর্ব শেষ তথ্য অনুযায়ী আগামী ৭ দিনের মধ্যে নদনদীর পানি দ্রুত বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং ১৮ তারিখের পর বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তাই হাওরের চাষকৃত বোরো ধানের ৮০ ভাগ পাকলে দ্রুত কর্তনের ব্যবস্থা করার কৃষক ভাইদের অনুরোধ করা হলো। আতঙ্কিত না হয়ে সতর্ক থাকি ধান কাটার ক্ষেত্রে কোন সমস্যা হলে আপনার ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসারের সাথে অথবা উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করুন