Magazines cover a wide range of subjects, including fashion, lifestyle, health, politics, business, entertainment, sports, and science.

  • হোম
  • ব্লগের বিবরণ
জাতীয়

সাতক্ষীরায় আধুনিক হাসপাতাল চাই

১৭ এপ্রি, ২০২৫ পড়া হয়েছে: ১৯৩০
সাতক্ষীরায় আধুনিক হাসপাতাল চাই

সাতক্ষীরায় আধুনিক হাসপাতাল চাই — খুলনা বিভাগের সম্মিলিত দাবিতে উচ্চারিত হোক জনস্বার্থের এই কণ্ঠ!

স্বাস্থ্যসেবা মানুষের অন্যতম মৌলিক অধিকার। দেশের প্রতিটি অঞ্চলের মতো খুলনা বিভাগও আধুনিক ও উন্নত চিকিৎসাসেবার সমান সুযোগ পাওয়ার দাবি রাখে। সাম্প্রতিক সময়ে চীন সরকারের প্রস্তাবিত আধুনিক হাসপাতাল স্থাপনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। আমরা মনে করি, এই হাসপাতালের একটি সাতক্ষীরায় স্থাপন করা হলে, তা শুধু সাতক্ষীরাবাসীরই নয়, পুরো খুলনা বিভাগের কোটি মানুষের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ হবে।

দীর্ঘদিন ধরে সাতক্ষীরা উন্নত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। জটিল রোগে আক্রান্ত রোগীদের ঢাকামুখী হতে হয়, যা সময়, অর্থ ও মানসিক চাপ—সবকিছুর ওপরই গুরুতর প্রভাব ফেলে। অথচ যশোর ও খুলনায় তুলনামূলক উন্নত চিকিৎসা ব্যবস্থা বিদ্যমান। তাই এই বৈষম্য দূর করতে সাতক্ষীরা অঞ্চলে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন হাসপাতাল প্রতিষ্ঠা সময়োপযোগী এবং প্রয়োজনীয়।

আমরা, সাতক্ষীরাবাসী সহ বৃহত্তর খুলনা বিভাগের সচেতন নাগরিকবৃন্দ, সরকারের প্রতি আন্তরিক আহ্বান জানাই—চীনের সহায়তায় প্রস্তাবিত আধুনিক হাসপাতালের একটি যেন সাতক্ষীরা কিংবা সাতক্ষীরা, যশোর ও খুলনার মধ্যবর্তী কোনো সুবিধাজনক স্থানে স্থাপন করা হয়। এতে তিন জেলার মানুষই সমানভাবে উপকৃত হবে এবং আঞ্চলিক ভারসাম্য রক্ষা পাবে।

এই দাবিতে ইতোমধ্যেই এ অঞ্চলের মানুষ সোচ্চার হচ্ছে। জনগণের এই ন্যায্য চাহিদার প্রতিফলন ঘটুক বাস্তবায়নের মাধ্যমে।

**সাতক্ষীরায় আধুনিক হাসপাতাল চাই — খুলনা বিভাগের হৃদয়স্পর্শী প্রত্যাশায় প্রতিধ্বনিত হোক এই দাবি!**