প্রকাশের সময়: ১৭ এপ্রিল, ২০২৫ ০১:২৬ অপরাহ্ণ
ভালুকায় পাঁচ বছরের শিশু ধর্ষনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল | MkProtidin
Logo
/ সারাদেশ
অনির্দিষ্ট
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২৫ ১২:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভালুকায় পাঁচ বছরের শিশু ধর্ষনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ভালুকায় পাঁচ বছরের শিশু ধর্ষনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
ছবি : সংগৃহীত
মোঃ সোহাগ হোসেন।। ভালুকায় পাঁচ বছরের শিশু ধর্ষনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ভালুকা প্রতিনিধি ভালুকায় পাঁচ বছরের শিশু ধর্ষনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ময়মনসিংহের ভালুকায় পাঁচ বছরের শিশু ধর্ষন ও নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে স্টার ক্লাবের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে ধর্ষন বিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড হাতে সর্বস্তরের জনসাধরণ অংশগ্রহন করে। এসময় বক্তারা বলেন শিশু ধর্ষনের মত জঘন্য অপরাধীকে কোনভাবেই ছাড় দেয়া হবে না। প্রশাসনের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরন ও বাদীর পরিবারের সুরক্ষা দাবি করেন তারা। মানববন্ধন শেষে ধর্ষকের ফাঁসির দাবিতে একটি বিক্ষোভ মিছিল মহাসড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে। উল্লেখ্য গেলো ১০ এপ্রিল উপজেলার উথুরা ইউনিয়নের হাতিবেড় এলাকায় তেঁতুল খাওয়ার লোভ দেখিয়ে পাঁচ বছরের শিশু তুবা'কে ধর্ষণ করে স্থানীয় আনারুল ইসলাম। পরে এলাকাবাসী ধর্ষণকারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় ভালুকা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে ঘটনাটি ধামাচাপা দিতে ধর্ষককে গণধোলাইয়ের অভিযোগে বাদীর পরিবারকে উল্টো মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে জানান তারা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387