প্রকাশের সময়: ১৩ মার্চ, ২০২৫ ০৯:৫২ পূর্বাহ্ণ
কালিগঞ্জে মোটরসাইকেল চোর সিন্ডিকেটের মূলহোতা আটক | MkProtidin
Logo
/ সারাদেশ
অনির্দিষ্ট
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৫ ০৯:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে মোটরসাইকেল চোর সিন্ডিকেটের মূলহোতা আটক

কালিগঞ্জে মোটরসাইকেল চোর সিন্ডিকেটের মূলহোতা আটক
ছবি : সংগৃহীত
হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জে মোটরসাইকেল চুরিকালে হাতেনাতে ধরা অতঃপর গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। ঘটনাটি কালিগঞ্জ উপজেলার জনতা ব্যাংকের সামনেই ঘটেছে। থানা ও স্থানীয় সূত্রে জানাগেছে, বুধবার (১২ মার্চ) বেলা ১২ টায় জনতা ব্যাংকের সামনে শ্যামনগর উপজেলার বংশীপুর গ্রামের বাবু (৪২) উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের গোবিন্দকাটি গ্রামের দুলাল চন্দ্র মন্ডলের ছেলে প্রিয়ংকার মন্ডল এর ১৫০ সিসি পালসার মোটরসাইকেলের তালা ভেঙ্গে নিয়ে যাওয়ার সময়ে হাতেনাতে ধরে উত্তম মাধ্যম দিয়ে থানা পুলিশে সোপর্দ করে। সে একই ভাবে মঙ্গলবার (১১ মার্চ) সকালে উপজেলার বাঁশতলা বাজার এলাকা থেকে একটি লাল রঙের হিরোহুন্ডা মটর সাইকেল চুরি করে। যা বাজারের সিসি ক্যামেরায় ধরা পড়ে। চব্বিশ ঘন্টার ব্যবধানে একই ব্যাক্তি আরেকটি পালসার মোটর সাইকেল চুরির ঘটনা রিতিমতো হতবাক করে ফেলেছে পুলিশ ও সচেতন জনগনের। থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান মটর সাইকেল চোর আটকের কথা স্বীকার করে জানান, এই বাবু মটর সাইকেল চোর সিন্ডিকেটের অন্যতম সদস্য। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তপূর্বক তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387