প্রকাশের সময়: ১২ সেপ্টেম্বর, ২০২৫ ১২:৫৭ অপরাহ্ণ
চট্টগ্রামের লোহাগাড়ায় জমকালো আয়োজনে উদ্বোধন হলো 4N Fabricon Fashion শোরুম | MkProtidin
Logo
/ বাণিজ্য
অনির্দিষ্ট
আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২৫ ০১:১৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

চট্টগ্রামের লোহাগাড়ায় জমকালো আয়োজনে উদ্বোধন হলো 4N Fabricon Fashion শোরুম

চট্টগ্রামের লোহাগাড়ায় জমকালো আয়োজনে উদ্বোধন হলো 4N Fabricon Fashion শোরুম
ছবি : সংগৃহীত

মোঃ মিজান : চট্টগ্রামের লোহাগাড়ায়  ফেব্রিকন ফ্যাশন 4N (Fabricon Fashion) তাদের একটি নতুন শোরুম ১২ই (সেপ্টেম্বর) বিকেল ৪টায়)লোহাগাড়ায় উদ্বোধন হয়।

এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা চাষী আলম  প্রকাশ (হাবু ভাই) । উদ্বোধন উপলক্ষে আজ ক্রেতার জন্য ৭০০ টাকার মধ্যে শার্ট, প্যান্ট ও গেঞ্জি কেনার সুযোগ থাকছে৷ 

এসময়ে জনপ্রিয় অভিনেতা চাষী আলম  প্রকাশ (হাবু ভাই)  আগত ক্রেতা এবং স্রোতাদের উদ্দেশ্য বলেন, এতো সুন্দর একটা আয়োজনে আমি মুগ্ধ।  আমার আগমন উপলক্ষ্যে আমাকে ভালোবেসে যারা আজ স্রোতা পাশাপাশি ক্রেতা হিসাবে উপস্থিত আছে সকলের প্রতি ভালোবাসা। ফেব্রিকন ফ্যাশনের কাপড়ের কোয়ালিটি খুবই ভালো৷  শেষে তিনি লোহাগাড়াবাসির জন্যে পছন্দের একটা ডায়লগ "লোহাগাড়া বাসী তোয়ারা আছ কেমন তরা " বলে জনপ্রিয়তা বাড়ায়৷

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387