মাজহারুল ইসলাম সাব্বির : সিলেটের বিশ্বনাথে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের ‘গুণী শিক্ষক’ নির্বাচিত হয়েছেন নোয়ারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ কান্ত মালাকার ও একলিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুজিবুর রহমান।
বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)’র কার্যালয়ে অনুষ্ঠিত মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ওই দুই শিক্ষক উপজেলার ‘গুণী শিক্ষক’ নির্বাচিত হওয়ার স্বীকৃতি অর্জন করেন।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে থেকে ধাপে ধাপে উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক’ হিসেবে নির্বাচিত হওয়ার সুযোগ পান। আমাদের উপজেলয় নির্বাচিত হওয়া ওই দুই ‘গুণী শিক্ষক’র মধ্যে আসন্ন ‘বিশ্ব শিক্ষক দিবস-২৫’ উপলক্ষে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ‘গুণী শিক্ষক’ হিসেবে নির্বাচিত হওয়ার সুযোগ রয়েছে।
এব্যাপারে নিজের প্রতিক্রিয়া প্রকাশ করতে গিয়ে ‘গুণী সহকারী শিক্ষক’ মুজিবুর রহমান বলেন, এখন উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত হয়েছি, সকলের দোয়ায় আশাকরি ‘জেলা ও বিভাগ’ পর্যায়েও শ্রেষ্ঠ হয়ে আগামীতে ‘জাতীয়’ পর্যায়েও শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হব।