প্রকাশের সময়: ১২ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:৫৫ অপরাহ্ণ
অষ্টগ্রাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট: ট্রাইবেকারে এলিভেন স্টার মুক্তিরগাও বিজয়ী | MkProtidin
Logo
/ খেলাধুলা
অনির্দিষ্ট
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৫ ০৮:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অষ্টগ্রাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট: ট্রাইবেকারে এলিভেন স্টার মুক্তিরগাও বিজয়ী

অষ্টগ্রাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট: ট্রাইবেকারে এলিভেন স্টার মুক্তিরগাও বিজয়ী
ছবি : সংগৃহীত

সেলিম মাহবুব : ছাতকের কালারুকা ইউনিয়নের  অষ্টগ্রাম গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট'র ২৫ইং সিজন-০২ এর ফাইনাল সম্পূর্ণ হলো। মুক্তিরগাও অষ্টগ্রাম মুহিবুর রহমান মানিক উচ্চ বিদ্যালয় মাঠে গত ২৯শে আগষ্ট এ টুনামেন্ট শুরু হয়। এ টুনামেন্ট  ১০ টিম অংশ নেন। লীগ পদ্ধতি খেলার পরে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালে গড়ায় এ টুনামেন্ট'র খেলা। ১২  ই সেপ্টেম্বর শুকবার বিকেলে মক্তিরগাও অষ্টগ্রাম মুহিবুর রহমান মানিক উচ্চ বিদ্যালয়ের মাঠে ফাইনালে অষ্টগ্রামের দুটি দল অংশ নেন। এলিভেন স্টার মুক্তিরগাও বনাম সততা স্পোর্টিং ক্লাব মিত্রগাও। নির্ধারিত সময়ের খেলা শেষে ট্রাইবেকারে গড়ায় ফাইনাল। ট্রাইবেকারে এলিভেন স্টার মুক্তিরগাও ১-০ সততা স্পোর্টিং ক্লাব মিত্রগাও ফাইনাল সম্পূর্ণ হয়। ফাইনালে বিজয়ী হয় এলিভেন স্টার মুক্তিরগাও। পুরস্কার বিতরণী অনুষ্ঠান হাজী উস্তার আলী'র সভাপতিত্বে ও ব্যবসায়ী শরিফ হোসেন'র সুরুজ'র পরিচালনায় এ সময়  উপস্থিত ছিলেন মুক্তিরগাও অষ্ট গ্রামের বিশিষ্ট মুরুব্বি আব্দুল হেকিম, মহিবুল হক, হাজী বশির মিয়া, ইল্লাছ মিয়া, দোয়ালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী আনোয়ার হোসেন আনু, ছাতক উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ লাল মিয়া, মোঃ আলাউদ্দিন, বাবু শৈলেন দাস, ওয়ারিছ মিয়া, আইয়ুব আলী, সুনামগঞ্জ জেলা জজকোর্ট'র সহকারী পাবলিক প্রসিকিউটর এপিপি, এডভোকেট আলম উদ্দিন,  ইউপি সদস্য নুরুল হক, সামছু মিয়া, শামছুল আলম, শাহিনুর মিয়া, জলাল  মিয়া, ব্যবসায়ী আশরাফুল আলম, শহীদ মিয়া, মুক্তির গাও গ্রামের সাবেক ইউপি সদস্য ফজলু মিয়া, মিসবাহ উদ্দিন মিছহাক, শাহ আলম, মঞ্জু মিয়া, ইকবাল হোসেন, ইজাজুল হক রনি, যুক্তরাজ্য প্রবাসী তারেক জাহাঙ্গীর, আব্দুল কাদির, সাইফুল আলম, মিছবাহ জামান, জাহাঙ্গীর আলম, হাবিবুর রহমান, শাহীন আহমদ সাগরসহ প্রমুখ উপস্থিত ছিলেন।   ফাইনাল খেলায় ধারা বর্ণনা করেন পাভেল আহমদ। খেলার পরিচালক জুমলাদ চৌধুরী, সহকারী পরিচালক মিটু ও আমির হোসেন। অষ্টগ্রাম গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট'র ২৫ইং সিজন-০২ এর সার্বিক তত্ত্বাবধানে মুক্তিরগাও গ্রামের যুব সমাজ। ফাইনালে প্রথম পুরস্কার ১ টি ফ্রিজ, ২য় পুরস্কার ১ টি ৩২" এলইডি টিভি, ৩য় পুরস্কার ১টি গোল্ডকাপ। খেলায় সেরা খেলোয়াড় ও সেরা গোলদাতার পুরস্কার বিতরণ করেন অতিথি বৃন্দ। টুনামেন্টে পুরস্কার দাতা ১ম পুরস্কার ১টি ফ্রিজ দাতা আশরাফুল আলম। 
২য় পুরস্কার ১টি ৩২" এলইডি টিভি দাতা এডভোকেট আলম উদ্দিন, ৩য় পুরস্কার ১ টি ট্রপি দাতা বিল্লাল হোসেন।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387