শফিকুল ইসলাম শফিক : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের মহিষখলা দাখিল মাদ্রাসায় গভীর শ্রদ্ধা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সিরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে এ মাহফিলের আয়োজন করা হয়।
প্রধান অতিথি ছিলেন উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান, সংসদ সদস্য প্রার্থী (সুনামগঞ্জ-১), বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য। বিশেষ অতিথি ছিলেন দুগিয়া আব্বাছিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল ফাতাহ মহিউদ্দিন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মহিষখলা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা জয়নাল আবেদীন। বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা মাদ্রাসা বিষয়ক সম্পাদক ও ছাত্রশিবির নেতা মোঃ সুলতান আহমদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি আলী হোসেন, উপজেলা ছাত্রশিবির নেতা মোঃ যোবায়ের শামীম এবং উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন জামায়াত সভাপতি আব্দুস সাত্তার প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন মহিষখলা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ বিল্লাল হোসেন, মোঃ জিয়াউর রহমান জিয়া, মোঃ শাহ আলাম, রাসেল আহমদ, সেলিম মিয়া,মাহফুজ আলম,সাগর,স্থানীয় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও মুসল্লিবৃন্দ।