প্রকাশের সময়: ১৫ সেপ্টেম্বর, ২০২৫ ১২:৪৪ অপরাহ্ণ
বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে ঢাকায় শিক্ষক সমাবেশ | MkProtidin
Logo
/ শিক্ষা
অনির্দিষ্ট
আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২৫ ১২:০৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে ঢাকায় শিক্ষক সমাবেশ

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে ঢাকায় শিক্ষক সমাবেশ
ছবি : সংগৃহীত

মান্নার মিয়া : ঢাকা প্রেসক্লাবের সামনে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে এক শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১৫সেপ্টেম্বর) সকাল দশটায় ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, দেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে অবিলম্বে জাতীয়করণ কার্যকর করা প্রয়োজন।

সমাবেশে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

লেখক ও গবেষক সারোয়ার ওয়াদুদ চৌধুরী, সাধারণ সম্পাদক, দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি

সাবেক মন্ত্রী নাজিমুদ্দিন আল আজাদ

কাইয়ুম রেজা চৌধুরী, স্হায়ী কমিটির সদস্য, দুর্নীতি বিরোধী জাতীয় সমম্বয় কমিটি

ড. এ এম নুরুজ্জামান, উনসত্তরের গণঅভ্যুত্থানের শহীদ আসাদের সহোদর

ড. মোঃ শাহজাহান সাজু, যুগ্ম সাধারণ সম্পাদক, দুর্নীতি বিরোধী জাতীয় সমম্বয় কমিটি ও জাতিসংঘের সাবেক আন্তর্জাতিক বিচারক

প্রকৌশলী আব্দুল আউয়াল, স্হায়ী কমিটির সদস্য, দুর্নীতি বিরোধী জাতীয় সমম্বয় কমিটি ও সাবেক সভাপতি, রিহাব

কর্নেল (অব.) ড. প্রকৌশলী আনোয়ার হোসেন, স্হায়ী কমিটির সদস্য, দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি

অধ্যাপক ড. সৈয়দ মোঃ শামছুদ্দিন (ঢাবি, গ্রেড-১), স্হায়ী কমিটির সদস্য, দুর্নীতি বিরোধী জাতীয় সমম্বয় কমিটি

ড. প্রকৌশলী লুৎফর রহমান, সাবেক মহাপরিচালক, বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট ও দপ্তর সম্পাদক, দুর্নীতি বিরোধী জাতীয় সমম্বয় কমিটি

নুরুল হুদা মিলু চৌধুরী, সদস্য, দুর্নীতি বিরোধী জাতীয় সমম্বয় কমিটি

ড. প্রকৌশলী রফিকুল ইসলাম, সদস্য, দুর্নীতি বিরোধী জাতীয় সমম্বয় কমিটি

এড. জিয়াউর রহমান


বক্তারা আরও বলেন, দেশের লাখ লাখ শিক্ষক বছরের পর বছর অবহেলিত হয়ে আসছেন। জাতীয়করণ বাস্তবায়ন হলে প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধি পাবে এবং শিক্ষকদের জীবনমান উন্নত হবে।

সমাবেশ থেকে অবিলম্বে সরকারের প্রতি জাতীয়করণের প্রজ্ঞাপন জারির জোর দাবি জানানো হয়।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387