প্রকাশের সময়: ১৯ এপ্রিল, ২০২৫ ০৫:১৭ অপরাহ্ণ
কালিগঞ্জে অস্ত্র, মাদকসহ দুই সহোদর আটক | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২৫ ০৮:২৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে অস্ত্র, মাদকসহ দুই সহোদর আটক

কালিগঞ্জে অস্ত্র, মাদকসহ দুই সহোদর আটক
ছবি : সংগৃহীত
হাফিজুর রহমান শিমুলঃ গোপন সংবাদের ভিত্তিতে দেশীয় অস্ত্র সহ কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য সহোদর দুই ভাইকে আটক করে থানায় সোপার্দ করেছে সেনা ক্যাম্পের গর্বিত সদস্যরা। শুক্রবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ১১ টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পাওখালি সেনা ক্যাম্পের অধিনায়কের নেতৃত্বে কুশুলিয়া ইউনিয়নের বাজার গ্রামে তাদের বাড়িতে অভিযান চালায়। তল্লাশিকালে অস্ত্র উদ্ধারের পরে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন মামুন ইসলাম (২০) এবং তার আপন ভাই মাসুম বিল্লাহ (১৮)।তারা উপজেলার বাজার গ্রামের আমজাদ হোসেনের ছেলে। অভিযানের সময় তাদের বাসায় তল্লাশি করে ১দটি পয়েন্ট টু টু বোরের এয়ারগান, ২টি দেশীয় রামদা, ১টি দেশীয় দা, ১টি কুড়াল, ১টি এন্ড্রয়েড মোবাইল ফোন, পয়েন্ট টু টু ইয়ার গানের ৩০ রাউন্ড গুলি এবং ১'শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ব্যাপারে কালিগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। ঘটনার সত্যতা স্বীকার করে থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান জানান এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387