শাহরিয়ার শাকিল : মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ৯নং ওর্য়াড মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন করা হয়েছে।
বুধবার ( ১৫ অক্টোবর) সকালে মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী সাবেক অভিভাবক সদস্য মো. আমিরুল ইসলাম রাজু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, সহকারী শিক্ষক মোহাম্মদ বদরুল ইসলাম, সহকারী শিক্ষক আব্দুল মুনয়িম, মাধুরী চক্রবর্ত্তী, খাদিজা বেগম,নাজমা বেগম, ফাহমিদা আক্তার,সাম্মি আক্তার সহ অন্যান্য শিক্ষক বৃন্দ।
উল্লেখ্যঃ বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঠিক নিয়মে হাত ধোয়ার কৌশল শেখানো হয়। এ সংক্রান্ত কার্যক্রম শুরুর পূর্বে হাত ধোয়ার গুরুত্ব ও এর উপকারিতা সম্পর্কে আলোচনা করা হয়। বিশ্ব হাত ধোয়া দিবস' বিশ্ব ব্যাপী জনসচেতনতা তৈরী ও উদ্বুদ্ধ করনের জন্য চালানো একটি প্রচারণামূলক দিবস।
প্রতি বছর ১৫ অক্টোবর তারিখে বিশ্ব ব্যাপী এটি পালিত হয়ে থাকে। জনসাধারণের মধ্যে সাবান দিয়ে হাত ধোয়ার মাধ্যমে রোগের বিস্তার রোধ করার বিষয়ে সচেতনতা তৈরী করার উদ্দেশ্যে এই দিবসটি পালিত হয়ে থাকে।