প্রকাশের সময়: ২০ এপ্রিল, ২০২৫ ১১:৫৮ অপরাহ্ণ
ছাত্রলীগ কর্মীকে মারধরের পর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল | MkProtidin
Logo
/ রাজনীতি
অনির্দিষ্ট
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ছাত্রলীগ কর্মীকে মারধরের পর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল

ছাত্রলীগ কর্মীকে মারধরের পর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল
ছবি : সংগৃহীত
অটোরিকশায় এক তরুণকে শুইয়ে রেখে তার পিঠের ওপর জুতা পায়ে চেপে ধরে আছেন আরেক তরুণ। সঙ্গে থাকা অন্য কয়েকজন উচ্চ স্বরে গান বাজাচ্ছেন। পায়ের নিচে থাকা তরুণ চিৎকার করে তাকে ছেড়ে দেওয়ার আকুতি জানাচ্ছেন। কিন্তু উন্মত্ত হয়ে ওঠা তরুণেরা তাতে সাড়া দিচ্ছেন না। এভাবেই নাটোর শহরের প্রধান সড়কে প্রায় দুই কিলোমিটার রাস্তাজুড়ে ওই তরুণকে ঘোরানো হয়। ভুক্তভোগী ফয়সাল হোসেন কদর (২৫) নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নাটোর জেলা শাখার কর্মী। তাকে মারধরের পর এভাবে নির্যাতন করেন ছাত্রদলের নেতাকর্মীরা। রোববার (২০ এপ্রিল) দুপুরে নাটোর শহরের কানাইখালী এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগী ফয়সাল হোসেন কদর জানান, শহরের ফায়ার সার্ভিসের মোড় থেকে বাড়িতে ফেরার সময় পেছন থেকে তাকে এলোপাতাড়ি মারধর শুরু করেন ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি নাঈম ও সাধারণ সম্পাদক রিমন। তারা সবাই নবাব সিরাজ–উদ–দৌলা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি এস এম জুবায়েরের অনুসারী। ছাত্রদলের নেতাকর্মীরা প্রথমে ফয়সাল হোসেনকে সড়ক বিভাজকের ওপর ফেলে মারধর করেন। পরে অটোরিকশায় তুলে নির্মম নির্যাতন করেন এবং শহর ঘুরে বেড়ান। মারধরের কারণ জানতে চাইলে তারা বলেন, ‘তুই ছাত্রলীগ করিস কেন?’ পরে ‘আর ছাত্রলীগ করব না’—মর্মে মুচলেকা নিয়ে তাকে পরিবারের কাছে হস্তান্তর করেন বলে জানান ভুক্তভোগী ফয়সাল।
সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387