প্রকাশের সময়: ২৬ সেপ্টেম্বর, ২০২৫ ০৫:০৭ অপরাহ্ণ
মালয়েশিয়া ও বাংলাদেশের সম্পর্ক দিন দিন বেড়েই চলেছে। মালয়শিয়ার দাতুক ডক্টর কাসিম এইচজে মনসোর এর সাথে বৈঠক। | MkProtidin
Logo
/ বিশ্ব খবর
অনির্দিষ্ট
আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২৫ ০১:২১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মালয়েশিয়া ও বাংলাদেশের সম্পর্ক দিন দিন বেড়েই চলেছে। মালয়শিয়ার দাতুক ডক্টর কাসিম এইচজে মনসোর এর সাথে বৈঠক।

মালয়েশিয়া ও বাংলাদেশের সম্পর্ক দিন দিন বেড়েই চলেছে। মালয়শিয়ার দাতুক ডক্টর কাসিম এইচজে মনসোর এর সাথে বৈঠক।
ছবি : সংগৃহীত

মো:নুরুল ইসলাম সুজন মালয়শিয়া।।২৬ সেপ্টেম্বর ২০২৫ ভারপ্রাপ্ত হাই কমিশনার মিসেস শাহানারা মনিকা আজ কোটা কিনাবালুতে অবস্থিত ইউনিভার্সিটি মালয়েশিয়া সাবাহ (ইউএমএস) এর প্রধান ক্যাম্পাসে ভাইস চ্যান্সেলর প্রফেসর দাতুক ডক্টর কাসিম এইচজে মনসোর এবং অন্যান্য সিনিয়র সদস্যদের সাথে একটি বৈঠক করেন।

বৈঠকে মিসেস মনিকা শিক্ষার্থীদের গতিশীলতা এবং অভিবাসন সংক্রান্ত বিষয়গুলি তুলে ধরেন, একই সাথে নীল অর্থনীতি, সামুদ্রিক বিজ্ঞান ও মৎস্য, জনস্বাস্থ্য এবং সাধারণ আগ্রহের অন্যান্য ক্ষেত্রে একাডেমিক ও গবেষণা সহযোগিতার পথগুলি অনুসন্ধান করেন। তারা উচ্চ শিক্ষা খাতে বাংলাদেশ ও সাবাহের মধ্যে সহযোগিতা এবং বিনিময় জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন।

হাই কমিশনের পক্ষ থেকে, কাউন্সিলর (কনস্যুলার) জনাব মো. মুরশেদ আলম, প্রথম সচিব (বাণিজ্য) জনাব প্রণব কুমার ঘোষ এবং তৃতীয় সচিব (রাজনৈতিক) জনাব মোহাম্মদ তানজিম হোসেন উপস্থিত ছিলেন।

ইউএমএস মালয়েশিয়ার বৃহত্তম পাবলিক বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে একটি। যেখানে ২০,০০০+ শিক্ষার্থী রয়েছে।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387