প্রকাশের সময়: ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৫১ অপরাহ্ণ
শাহাজাদপুরে জাতীয় নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত | MkProtidin
Logo
/ খেলাধুলা
অনির্দিষ্ট
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৫ ০৮:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শাহাজাদপুরে জাতীয় নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

শাহাজাদপুরে জাতীয় নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত
ছবি : সংগৃহীত

আলী আহসান রবি : তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে বাংলাদেশ রোইং ফেডারেশনের আয়োজনে ও সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় আজ শাহাজাদপুর বড়াল নদীর বাঘাবাড়ি নৌ বন্দরে ৪৬তম জাতীয় নৌকা বাইচ প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো : মাহবুব-উল-আলম। 

প্রাধান অতিথির বক্তব্যে সচিব বলেন, সারা দেশে তারুণ্যের উৎসব উদযাপন করা হচ্ছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন সকল ফেডারেশন, ক্রীড়া সংস্থা তারুণ্যের উৎসব উদযাপন করে আসছে। তারই অংশ হিসাবে আজ রোইং ফেডারেশন এই নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করছে। নদীমাতৃক বাংলাদেশে নৌকাবাইচ লোকায়ত বাংলার লোকসংস্কৃতির একটি অংশ। এই প্রতিযোগিতায় সাথে জড়িত সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান সচিব।

উল্লেখ্য, নৌকা বাইচ প্রতিযোগিতা ২০২৫ এ প্রথম স্থান অর্জন করে ভাটিপাড়া প্রামাণিক ফাইটার্স, ২য় স্থান অর্জন করে ভাটিপাড়া আজম ব্রাদার্স এবং ৩য় স্থান অর্জন করে বাংলার বাঘ সংঘ। বিজয়ীদলের মাঝে যথাক্রমে ১,০০,০০০টাকা, ৭৫,০০০টাকা এবং ৫০,০০০ টাকার চেক পুরস্কার হিসাবে প্রদান করা হয়।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387