প্রকাশের সময়: ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ০২:৫৫ অপরাহ্ণ
খাদ্য মজুদে স্বস্তি: দায়িত্ব ছাড়ার আগে বাড়তি মজুদ রেখে যাবে অন্তর্বর্তী সরকার | MkProtidin
Logo
/ অর্থনীতি
অনির্দিষ্ট
আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২৫ ০১:১৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

খাদ্য মজুদে স্বস্তি: দায়িত্ব ছাড়ার আগে বাড়তি মজুদ রেখে যাবে অন্তর্বর্তী সরকার

খাদ্য মজুদে স্বস্তি: দায়িত্ব ছাড়ার আগে বাড়তি মজুদ রেখে যাবে অন্তর্বর্তী সরকার
ছবি : সংগৃহীত

আলী আহসান রবি : খাদ্য  উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, আমাদের একটা পরিকল্পনা আছে ।আমরা যতদিন থাকবো ততদিন দায়িত্বশীলতার সাথে কাজ করে যাবো । আগামী মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব ছেড়ে যাওয়ার আগে  যে পরিমাণ খাদ্য মজুদ থাকা উচিত এর চেয়ে বেশি খাদ্য রেখে যাবো। সে পরিকল্পনা মোতাবেক আমাদের কার্যক্রম চলছে। 
খাদ্য উপদেষ্টা আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে খাদ্য বান্ধব এবং ওএমএস কর্মসূচি বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, এখনো আমাদের প্রায় ১৬লক্ষ টন চাল মজুদ আছে। গম মজুত আছে প্রায় ১লক্ষ টনের মতো।  গমবাহী একটি জাহাজ বর্তমানে কুতুবদিয়া বহিঃনোঙ্গরে খালাসের জন্য অপেক্ষমান আছে। আমেরিকা এবং রাশিয়া থেকে দুটি জাহাজ আসছে। আমেরিকা থেকে গম কেনার জন্য আরও চুক্তি করা হচ্ছে।
বর্তমানে চালের দাম স্থিতিশীল আছে জানিয়ে উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, এক পর্যায়ে চালের দাম বেড়েছিল, সেটা কমানোর জন্য সরকারের দ্রুত খাদ্যবান্ধব কর্মসূচি চালু করেছে।  ৫০লাখ থেকে বাড়িয়ে বর্তমানে ৫৫লাখ পরিবারকে প্রতিমাসে ৩০কেজি করে চাল দেয়া হচ্ছে। আগে এই কর্মসূচি শুরু হতো সেপ্টেম্বর থেকে ৫মাস। এখন শুরু হয়েছে আগস্ট থেকে ৬ মাস। এটার মূল উদ্দেশ্য হচ্ছে খাদ্যবান্ধব কর্মসূচির উপকারভোগী ৫৫ লাখ পরিবার 
বাজারে চাল কিনতে যাবে না। এতে বাজারে চালের সরবরাহ বাড়লো এবং দামের উপরও এ  প্রভাব পড়ে। ইতোমধ্যে আমরা লক্ষ্য করছি সেই প্রভাবটা অলরেড়ি পড়েছে।  দামটা আরো কমলে আমিও খুশি হতাম আপনারাও খুশি হতেন। কিন্তু যারা চাল উৎপাদন করেন তাদের আক্ষেপ,  তারা ন্যায্য মূল্য পাচ্ছে না। সেদিকটাও আমাদেরকে দেখতে হবে। 

আসন্ন নভেম্বরের শেষ দিকে আমন সংগ্রহ অভিযান শুরু হবে জানিয়ে খাদ্য উপদেষ্টা বলেন,  প্রাকৃতিক বিপর্যয় যদি না ঘটে এবং ভালো ফলন  হয় তবে আমন মৌসুমে আমরা সর্বোচ্চ পরিমাণে ধান চাল ক্রয় করার চেষ্টা করবো। চালটা যাতে কৃষকদের কাছ থেকে সরাসরি সংগ্রহ করা যায়, সেজন্য আমাদের নীতিমালায় কোন বিচ্যুতি আছে কিনা সেটা দেখা হবে। 

চট্টগ্রামের বিভাগের  বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দিনের সভাপতিত্বে  খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবুল হাসনাত হুমায়ুন কবীরসহ চট্টগ্রাম জেলার সংশ্লিষ্ট ঊধ্বর্তন  কর্মকর্তাগন মতবিনিময় সভায়  উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387