আলী আহসান রবি :
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বুধবার জলবায়ু-সম্পর্কিত দুর্যোগে প্রায়শই ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের জন্য টেকসই এবং সাশ্রয়ী মূল্যের আবাসন সমাধান বিকাশে সহায়তা করার জন্য বাংলাদেশে জাতিসংঘ-হ্যাবিট্যাটের উপস্থিতি সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন।
নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে জাতিসংঘ-হ্যাবিট্যাটের আন্ডার-সেক্রেটারি-জেনারেল এবং নির্বাহী পরিচালক আনাক্লাউডিয়া রসবাখের সঙ্গে বৈঠকে অধ্যাপক ইউনূস এই মন্তব্য করেন।
দুই নেতা দ্রুত নগরায়ণকারী এলাকায় সাশ্রয়ী মূল্যের আবাসন, বর্জ্য ব্যবস্থাপনা, ক্ষুদ্রঋণ-ভিত্তিক আবাসন সমাধান এবং ঝুঁকিপূর্ণ সম্প্রদায়ের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে আলোচনা করেন।
অধ্যাপক ইউনূস বারবার বন্যা, নদী ভাঙন এবং ঘূর্ণিঝড়ের মুখোমুখি সম্প্রদায়ের জন্য প্রেক্ষাপট-নির্দিষ্ট, বহুমুখী আবাসন মডেল তৈরির জন্য আহ্বান জানিয়েছেন। তিনি উদ্ভাবনী নকশার প্রস্তাব দেন, যেমন বন্যার সময় নৌকা হিসেবে ব্যবহারযোগ্য ছাদ তৈরি। তিনি বলেন, “ছাদটি এমনভাবে ডিজাইন করুন যাতে এটি বন্যার সময় নৌকায় পরিণত হয়।”
প্রধান উপদেষ্টা জাতিসংঘ-হ্যাবিট্যাটকে বিশ্বব্যাপী বস্তি, ফাভেলা এবং অনানুষ্ঠানিক বসতিতে আবাসন, স্যানিটেশন ও বর্জ্য ব্যবস্থাপনার জন্য সমন্বিত সমাধান অনুসন্ধান করার জন্য অনুরোধ করেন। তিনি নারী-বান্ধব ঘর নকশার গুরুত্বের উপরও জোর দেন।
আলোচনায় বাংলাদেশের আশ্রয়প্রাপ্ত ১০ লক্ষেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর জন্য টেকসই আবাসনের জরুরি প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। অধ্যাপক ইউনূস আগামী সপ্তাহে নিউইয়র্কে রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চ-স্তরের জাতিসংঘ সম্মেলনে অংশগ্রহণের জন্য ইউএন-হ্যাবিট্যাটকে আমন্ত্রণ জানান।
অধ্যাপক ইউনূস প্রস্তাব দেন যে জাতিসংঘ-হ্যাবিট্যাট ওয়ার্ল্ড আরবান ফোরাম বিভিন্ন অঞ্চলের জন্য জলবায়ু-সহনশীল এবং সাশ্রয়ী মূল্যের আবাসন বিষয়ক বার্ষিক বৈশ্বিক নকশা প্রতিযোগিতা শুরু করুক। নির্বাহী পরিচালক রসবাখ প্রস্তাবটি স্বাগত জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন গৃহায়ন ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ।