প্রকাশের সময়: ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০১:১৯ অপরাহ্ণ
তিন কোম্পানি ৮৮ কোটি টাকা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে প্রদান | MkProtidin
Logo
/ অর্থনীতি
অনির্দিষ্ট
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৫ ১১:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তিন কোম্পানি ৮৮ কোটি টাকা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে প্রদান

তিন কোম্পানি ৮৮ কোটি টাকা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে প্রদান
ছবি : সংগৃহীত

আলী আহসান রবি : বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (সংশোধিত ২০১৮) অনুযায়ী গ্রামীণ ফোন লি:, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ এবং ইডোকো বাংলাদেশ কোম্পানি লি: এর বাৎসরিক লভ্যাংশের ০.৫% হারে মোট ৮৮ কোটি ৬৯ লক্ষ ৩৪ হাজার ৩৫৯ টাকা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে প্রদান করা হয়েছে।

উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন এই চেকগুলো শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দপ্তরে গ্রহণ করেন। এর মধ্যে গ্রামীণ ফোন লি: ৬৮ কোটি ৮০ লক্ষ ৬১ হাজার ৫১৫ টাকা, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ ১৫ কোটি ৯৮ লক্ষ ৩০ হাজার ৭৫৭ টাকা এবং ইডোকো বাংলাদেশ ৩ কোটি ৯ লক্ষ ৪২ হাজার ৮৬ টাকা প্রদান করেছে।

এই অর্থ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে জমা হবে এবং দেশের সকল স্তরের শ্রমিক ও তাদের পরিবারের আর্থ-সামাজিক উন্নয়ন, দুস্থ শ্রমিক, মৃত শ্রমিকদের অনুদান, ছাত্র বৃত্তি এবং জরুরি চিকিৎসায় খরচ করা হবে।

চেক হস্তান্তরকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ডঃ মোঃ সানোয়ার জাহান ভূঁইয়া, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক মো: মুনির হোসেন খান এবং তিনটি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387