প্রকাশের সময়: ২২ এপ্রিল, ২০২৫ ০৫:১৫ অপরাহ্ণ
দুর্নীতির তথ্য চাওয়ায়,ইউএনওর ‘সাজানো নাটকে’ সাংবাদিকের কারাদণ্ড | MkProtidin
Logo
/ জাতীয়
অনির্দিষ্ট
আপডেটঃ ৩১ ডিসেম্বর, ২০২৫ ০৮:২২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

দুর্নীতির তথ্য চাওয়ায়,ইউএনওর ‘সাজানো নাটকে’ সাংবাদিকের কারাদণ্ড

দুর্নীতির তথ্য চাওয়ায়,ইউএনওর ‘সাজানো নাটকে’ সাংবাদিকের কারাদণ্ড
ছবি : সংগৃহীত
সাতক্ষীরার তালায় অনিয়ম-দুর্নীতির তথ্য চাওয়ায় সেটির সংবাদ সংগ্রহে গিয়েছিলেন দৈনিক কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি রোকনুজ্জামান টিপু। কোথায় দুর্নীতির বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন, তা না করে উল্টো ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই সাংবাদিককে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুরে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মো. রাসেল এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ইউএনও’র এ কাণ্ডে ফুঁসে উঠেছেন স্থানীয় সাংবাদিকরা। তারা ক্ষোভ প্রকাশ করছেন। এটি স্বাধীন সাংবাদিকতায় হুমকি বলেও অভিহিত করছেন। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের অভিযানকে ‘সাজানো নাটক’ বলেও অভিযোগ করেছেন তারা। জানা গেছে, তালা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের ৯ কোটি টাকার প্রকল্পের কাজে অনিয়ম-দুর্নীতির তথ্য সংগ্রহ করতে যান সাংবাদিক রোকনুজ্জামান টিপু। ভ্রাম্যমাণ আদালতের এ রায়কে ‘সাজানো নাটক’ বলে অভিহিত করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম। সংগঠনটি প্রশ্ন রেখে বলেছে, ‘ভ্রাম্যমাণ আদালতস্থলে যারা ছিল তারা কি কেউ নিরপেক্ষ ছিল? মামলার সঙ্গে জড়িত সবাই ঠিকাদারের শ্রমিক এবং প্রশাসনের লোক। প্রশাসনের উচিত ছিল ঘটনার নিরপেক্ষতা বজায় রেখে ব্যবস্থা নেওয়া।’ কিন্তু তারা তা না করে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের দীর্ঘদিনের দূরত্বের ঝাল মিটিয়েছেন বলেও মন্তব্য করেছেন স্থানীয় সাংবাদিকরা। এ ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387