আব্দুল আলিম ইমতিয়াজ।। তাহিরপুরে নির্বাহী অফিসার আবুল হাসেম এর নেতৃত্বে টাস্কফোর্স অভিযান পরিচালনায় ৪০ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে।
২৩(এপ্রিল) বুধবার সকাল ১১টা থেকে বিকেল ৫.৩০ পর্যন্ত বাদাঘাট ইউনিয়নের লাউরেরগড়, বিন্নাকুলি এলাকায় বিজিবি-পুলিশ সদস্যদের সহযোগিতার জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া নির্দেশে উপজেলা নির্বাহী অফিসার আবুল হাসেম এর নেতৃত্বে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বিন্নাকুলি এলাকার দুটি স্থান থেকে অবৈধভাবে নিয়ে আসা জমাকৃত আনুমানিক ৩০৯ বস্তা ভারতীয় ফুসকা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৪০ লক্ষ টাকা। জব্দকৃত মালামাল স্থানীয় লাউরেরগড় বিজিবি ক্যাম্পে রক্ষিত আছে এবং নিলামের মাধ্যমে তা ডিসপোজাল করা হবে।
অবৈধভাবে চোরাচালানের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল:
mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387