প্রকাশের সময়: ১৯ অক্টোবর, ২০২৫ ০১:৫৮ অপরাহ্ণ
রাণীশংকৈলে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত | MkProtidin
Logo
/ নারী ও শিশু
অনির্দিষ্ট
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৫ ১১:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রাণীশংকৈলে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত
ছবি : সংগৃহীত

মো: হামিম রানা : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের কাতিহার বাজারে নাগরিক কল্যাণ কমিটির আয়োজনে রবিবার (১৯ অক্টোবর ২০২৫) বিকেল ৪টায় মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং এতে উপস্থিত ছিলেন স্থানীয় যুবক, শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনগাঁও আবু জাহিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফেরদৌস আলম মানিক, রাণীশংকৈল উপজেলা প্রেসক্লাবের সভাপতি হযরত আলী ও সাধারণ সম্পাদক মো. জব্বার আলী। এছাড়া ছাত্র প্রতিনিধি মো. তারেক মাহমুদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাহী সদস্য মো. রবিউল ইসলাম (রতন), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

পথসভায় বক্তারা বলেন, “মাদক একটি সমাজ ও প্রজন্মকে ধ্বংস করে দেয়। তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।” তারা আরও উল্লেখ করেন, “যে মুখে আমরা পবিত্র ‘মা’ শব্দটি উচ্চারণ করি, সেই মুখে কখনোই মাদক গ্রহণ করা উচিত নয়।”

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেছে কাতিহার নাগরিক কল্যাণ কমিটি, যা জানিয়েছে যে ভবিষ্যত প্রজন্মকে সুরক্ষিত রাখতে তারা নিয়মিতভাবে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাবে।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387