আনোয়ার হোছাইন : বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে নিষিদ্ধ ঘোষিত (বাংলাদেশ ছাত্র লীগ) ছাত্র সংগঠনের নাইক্ষ্যংছড়ি হাজ্বী এম এ কালাম সরকারি কলেজ শাখার সভাপতি এন সেলিমকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ বিছামারা এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত এন সেলিম (২৭) নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের দক্ষিণ বিছামারা গ্রামের অজি উল্লাহর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে স্থানীয় জাহাঙ্গীরের দোকান সংলগ্ন এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এন সেলিমকে গ্রেফতার করা হয়। তিনি নাইক্ষ্যংছড়িতে সংঘটিত এক বিস্ফোরক ঘটনার মামলার এজাহারভুক্ত আসামি।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসরুরুল হক এ প্রতিবেদককে বলেন, গ্রেফতারকৃত মো. সেলিম নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের কলেজ শাখার সভাপতি। তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে বান্দরবান জেলা কারাগারে পাঠানো হবে।
পুলিশের একাধিক সূত্র জানায়, এন সেলিম দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। সম্প্রতি এলাকায় অবস্থান নেওয়ার খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
স্থানীয়রা জানান, সেলিম রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সময় এলাকায় উস্কানিমূলক কার্যকলাপে জড়িত ছিলেন।