জুয়েল আহমেদ : আগামী ২৬ অক্টোবর গনঅধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রংপুরের তারাগঞ্জ উপজেলার ৪নং হাড়িয়ার কুটি ইউনিয়ন কমিটিতে আলোচনা সভা ও পোস্টার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
অঞ্চলের নেতাকর্মীরা নতুন কমিটির মাঝে পোস্টার বিতরণ করেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়া, নেতাকর্মীদের কার্যক্রম ও দায়িত্ব সম্পন্ন করার জন্য বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়।
উক্ত আয়োজনের মাধ্যমে গনঅধিকার পরিষদের কার্যক্রম সম্প্রসারণ এবং স্থানীয় কমিটির কার্যকর ভূমিকার গুরুত্বের প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে।