প্রকাশের সময়: ২৪ অক্টোবর, ২০২৫ ১১:০৫ পূর্বাহ্ণ
ইটনায় কেস বাণিজ্য ও স্বজনপ্রীতির অভিযোগে ক্ষুব্ধ সাধারণ মানুষ | MkProtidin
Logo
/ সারাদেশ
অনির্দিষ্ট
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৫ ১১:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইটনায় কেস বাণিজ্য ও স্বজনপ্রীতির অভিযোগে ক্ষুব্ধ সাধারণ মানুষ

ইটনায় কেস বাণিজ্য ও স্বজনপ্রীতির অভিযোগে ক্ষুব্ধ সাধারণ মানুষ
ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিনিধি : কিশোরগঞ্জের ইটনা উপজেলায় প্রশাসন ও রাজনৈতিক প্রভাবশালীদের বিরুদ্ধে ‘কেস বাণিজ্য’ ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। স্থানীয় রাজনৈতিক ও সাধারণ মানুষের দাবি, কিছু প্রভাবশালী ব্যক্তি ও দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও তাদের নাম কোনো মামলায় অন্তর্ভুক্ত করা হচ্ছে না।

স্থানীয় সূত্রে জানা যায়, কিছু প্রভাবশালী ব্যক্তি অবৈধ উপায়ে সম্পদ অর্জন ও বিভিন্ন অনিয়মে জড়িত থাকলেও তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অন্যদিকে, সাধারণ নাগরিক ও ভিন্ন রাজনৈতিক মতাদর্শের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও হয়রানির অভিযোগ রয়েছে।

একাধিক স্থানীয় বাসিন্দা জানান, কিছু ব্যক্তি অর্থ ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিজেদের দায়মুক্ত রাখছেন। এছাড়া কিছু শিক্ষা প্রতিষ্ঠানের অনিয়ম নিয়েও স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ইটনা থানা পুলিশের কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি। তবে স্থানীয়দের দাবি, এ বিষয়ে উচ্চপর্যায়ের তদন্ত হওয়া প্রয়োজন।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387