শফিকুল ইসলাম শফিক : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের ০১ ওয়ার্ড বিএনপির উদ্যোগে চামরদানী জামে মসজিদে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সু স্বাস্থ্য কামনা ও সুনামগঞ্জ ০১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুলএর সার্বিক সফলতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
২৪শে অক্টোবর রোজ শুক্রবার জুমার নামাজের পর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে চামরদানী ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির ৫১নং সদস্য ফরিদ মড়ল।
দোয়া শেষে মধ্যনগর উপজেলা ছাত্রদল এর যুগ্ন আহ্বায়ক মেহেদী হাসান বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সু স্বাস্থ্য কামনায় ও সুনামগঞ্জ ০১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুলকে সুনামগঞ্জ ০১ আসনের জনগণের সেবা করার জন্য যেনো মহান আল্লাহ তায়ালা কবুল করেন।সকলেই কামরুল ভাইয়ের জন্য দোয়া করবেন।
আজকের এই সু্ন্দর আয়োজনের সার্বিক সহযোগীতা করেন ০১ নং ওয়ার্ড বিএনপি নেতা ফরিদ মড়ল । উনাকে আমি অন্তরের অন্তর স্তল থেকে ধন্যবাদ জানাই। মিলাদ ও দোয়া শেষে
প্রায় ০৫ শতাধিক মুসল্লিদের মাঝে তবারক(বিরানি প্যাকেট )বিতরণ করা হয় ।