ডেস্ক নিউজ : পিরোজপুরের ইন্দুরকানীতে আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে র্যালিটি উপজেলার প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মারুফ হোসেন এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার অশোক রায়।
এতে নেতৃত্ব দেন উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. সোহাগ উদ্দিন। আরও অংশ নেন মাদ্রাসা শাখার সভাপতি মাও. জামাল হোসাইন, কলেজ শাখার সভাপতি প্রভাষক আল-আমিন, মাধ্যমিক শাখার সভাপতি মাও. মফিজুর রহমান ও প্রাথমিক শাখার সভাপতি মো. সানাউল্লাহ নূরী।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি এম. আহসানুল ছগীর, সাধারণ সম্পাদক খান মো. নাছির উদ্দিন, এমইউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন গাজী এবং বাংলাদেশ স্বাধীন ইবতেদায়ী শিক্ষা উন্নয়নের জেলা সভাপতি এইচ. এম. বাশার প্রমুখ।
বক্তারা বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, জাতি গঠনের কারিগর শিক্ষক সমাজের জীবনমান উন্নয়ন ও সকল বৈষম্য দূর করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।