রাজনীতি

বাউফল পৌর শহরে বিএনপি নেতা ফারুখ আহমেদ তালুকদারের পক্ষে লিফলেট বিতরণ ও মিছিল

বাউফল পৌর শহরে বিএনপি নেতা ফারুখ আহমেদ তালুকদারের পক্ষে লিফলেট বিতরণ ও মিছিল

বাউফল (পটুয়াখালী), প্রতিনিধি : পটুয়াখালীর বাউফল পৌর শহরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার একেএম ফারুখ আহমেদ তালুকদারের পক্ষে লিফলেট বিতরণ ও ধানের শীষের মিছিল অনুষ্ঠিত হয়েছে। এই কার্যক্রম ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পরিচালিত হয়।

সকাল ১১টায় বাউফল হাসপাতাল রোডের বিএনপি অফিস থেকে শুরু করে পৌর শহরের গোলাবাড়ি পর্যন্ত নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেন। এছাড়াও মিছিলের মাধ্যমে বাউফল পৌর এলাকা বিএনপির ধানের শীষের আওয়াজে মুখরিত হয়। নেতা-কর্মীরা স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছে দলীয় কার্যক্রম ও ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে তথ্য পৌঁছে দেন।

এ সময় উপস্থিত ছিলেন বাউফল উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ জাকির হোসেন মৃধা, শ্রমিক দলের সভাপতি হাসান মঞ্জু, কালাইয়া ইউনিয়ন বিএনপি নেতা নূর হোসেন খান, বিএনপি নেতা শাজাহান মাতবার, উপজেলা আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ খালেক এবং পৌর বিএনপি ছাত্রদলের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম প্রমুখ।

এ কার্যক্রমের মাধ্যমে দলীয় জনসংযোগ শক্তিশালী করার পাশাপাশি পৌর শহরে বিএনপির উপস্থিতি দৃঢ়ভাবে প্রমাণিত হয়েছে।