ইউসুফ আলী খান : সম্প্রতি সাভার পৌরসভা এবং আশুলিয়ার পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত যাই হোক সাভার সিটি কর্পোরেশন নামে নতুন একটি সিটি কর্পোরেশন গঠনে নীতিগতভাবে অনুমোদন দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস।
অন্তর্বর্তীকালীন সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (অবঃ) ও আশুলিয়া উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুর রাজ্জাক।
আশুলিয়া থানা ও সাভার পৌরসভার সমন্বয়ে সাভার সিটি কর্পোরেশন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারের এই সিদ্ধান্তকে আশুলিয়া উন্নয়ন ফোরামের পক্ষ থেকে স্বাগত জানিয়ে তিনি বলেন, আশুলিয়া থানা এলাকায় বিপুল সংখ্যক গার্মেন্টস সহ ভারী ভারী শিল্প - কারখানা, অপরিকল্পিতভাবে আবাসিক এলাকা গড়ে উঠেছে। আশুলিয়া এলাকার ইউনিয়ন পরিষদের পক্ষে পরিকল্পিত নগরায়ন, শিল্প বজ্য ব্যবস্থাপনা, যানজট নিরসন, ভাংগাচূড়া রাস্তা মেরামত ও সংস্কার, স্বাস্থ্য ও শিক্ষা সুবিধা, নিরাপদ পানি সরবরাহ,পয়ঃনিস্কাশনে ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ তথা পরিবেশ সংরক্ষণের মতো নাগরিক সেবা নিশ্চিত করার মতো সক্ষমতা নেই।স্থানীয়ভাবে আশুলিয়ার সমস্যাগুলো চিহ্নিত করে তা নিরসনকল্পে বিগত সময়ে কার্যকরী কোন পদক্ষেপ না নেয়ায় আশুলিয়া বসবাসের অনুপযােগী হয়ে পড়েছে।
সাভার ও আশুলিয়া বাসীর দুর্ভোগ দেখে ঢাকার সম্মানিত বিভাগীয় কমিশনার মহোদয় স্ব উদ্যোগে সাভার পৌরসভা ও আশুলিয়া থানার ৫টি ইউনিয়ন সমূহের সমন্বয়ে সাভার সিটি কর্পোরেশন করার প্রস্তাবে সরকার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ ও মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের অনুমোদনের মাধ্যমে এ বিষয়ে মন্ত্রীপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিঃশাখা কর্তৃক প্রজ্ঞাপন জারী করায় আশুলিয়াবাসীসহ আশুলিয়া উন্নয়ন ফোরাম কৃতজ্ঞতা জানাচ্ছে। এ সরকারের আমলেই সাভার সিটি কর্পোরেশন পূর্ণাংগভাবে বাস্তবায়ন হবে ইহাই জনগণের আকাংখ।
উল্লেখ্য যে ২০১৯ সালে আশুলিয়া উন্নয়ন ফোরাম গঠিত হওয়ার পর থেকে আশুলিয়া বিভিন্ন সামাজিক উন্নয়ন নিয়ে কাজ করে যাচ্ছে। তার মধ্যে অন্যতম হলো আশুলিয়াকে পৌরসভা ঘোষণা, আশুলিয়াতে একটি সরকারি হাসপাতাল নির্মাণ, আশুলিয়ার জলাবদ্ধতা দুর করার জন্য ড্রেনেজ ব্যবস্থা, আশুলিয়ায় জনগণের চলাচলের রাস্তাঘাট সংস্কারসহ বিভিন্ন সামাজিক উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আশুলিয়া উন্নয়ন ফোরাম কাজ করে যাচ্ছে।