প্রকাশের সময়: ২৭ অক্টোবর, ২০২৫ ১১:১৭ পূর্বাহ্ণ
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় আইনজীবী মোসাদ্দেক আলী বশিরের মৃত্যু | MkProtidin
Logo
/ সারাদেশ
অনির্দিষ্ট
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৫ ১০:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় আইনজীবী মোসাদ্দেক আলী বশিরের মৃত্যু

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় আইনজীবী মোসাদ্দেক আলী বশিরের মৃত্যু
ছবি : সংগৃহীত

এরফান আলী : ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মোসাদ্দেক আলী বশির সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন।

শনিবার (২৬ অক্টোবর) সকাল ১০টার দিকে ঢাকা–খুলনা মহাসড়কের বদরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, অ্যাডভোকেট মোসাদ্দেক আলী বশির মোটরসাইকেলে করে কানাইপুর থেকে ফরিদপুর শহরের দিকে আসছিলেন। পথে বদরপুর নামক স্থানে পৌঁছালে একটি ট্রাক তার মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী আইনজীবী ও স্থানীয়রা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387