মান্নার মিয়া : সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান সুরমা স্কুল অ্যান্ড কলেজে গভর্নিং বডির অভিভাবক সদস্য পদে নির্বাচনের আমেজে সরব হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস। আগামী ৩০ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।
ইতোমধ্যে প্রার্থীদের প্রচারণায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে পুরো বিদ্যালয়জুড়ে। পোস্টার, লিফলেট বিতরণ, ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা এবং অভিভাবকদের সঙ্গে মতবিনিময়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। বিদ্যালয় প্রাঙ্গণে এখন শুধুই নির্বাচনী উচ্ছ্বাস—প্রতিটি কোণায় আলোচনা, বিশ্লেষণ ও প্রত্যাশার রঙিন ঢেউ।
অভিভাবক সদস্য পদে কলেজ শাখায় প্রতিদ্বন্দ্বিতা করছেন—
মোঃ মুশাহিদ মিয়া (ব্যালট নং–১,
সাইদুর রহমান ব্যালট নং–২,
হারুন রশিদ (ব্যালট নং–৩
অন্যদিকে স্কুল শাখায় প্রতিদ্বন্দ্বিতা করছেন—
মোঃ আক্কাছ মিয়া (ব্যালট নং–১,
মোঃ আক্তার হোসেন ব্যালট নং–২, জিয়াউর রহমান ব্যালট নং–৩, মোঃ হামিদুর রহমান ব্যালট নং–৪
মোট সাতজন প্রার্থীই প্রতিষ্ঠানটির অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের শৃঙ্খলা রক্ষা এবং একাডেমিক পরিবেশ আরও সমৃদ্ধ করতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তারা সকল অভিভাবক ও ভোটারদের সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন।
নির্বাচন কমিশনের প্রকাশিত তফসিল অনুযায়ী—
মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল ছিল গত ১২, ১৩ ও ১৪ অক্টোবর
যাচাই–বাছাই, ১৬ অক্টোবর
মনোনয়ন প্রত্যাহার ১৯ অক্টোবর,
ভোটগ্রহণ: ৩০ অক্টোবর ২০২৫ (বৃহস্পতিবার) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে।নির্বাচনের রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন তাসলিমা আক্তার লিমা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও “সুরমা স্কুল অ্যান্ড কলেজ” নির্বাচনী পরিচালনা কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।
বিদ্যালয় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্নের লক্ষ্যে সবধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও অভিভাবকদের মধ্যে বিরাজ করছে নির্বাচনী উচ্ছ্বাস ও প্রত্যাশা।ভোটাররা বলছেন, “এই নির্বাচন শুধুই ভোট নয়, এটি বিদ্যালয়ের ভবিষ্যৎ উন্নয়নের দিকনির্দেশনা নির্ধারণ করবে।”