প্রকাশের সময়: ২৭ অক্টোবর, ২০২৫ ০৪:০৬ অপরাহ্ণ
ছাতকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে প্রেসক্লাবে ব্যবসায়ির সংবাদ সম্মেলন | MkProtidin
Logo
/ সারাদেশ
অনির্দিষ্ট
আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২৫ ০১:১৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ছাতকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে প্রেসক্লাবে ব্যবসায়ির সংবাদ সম্মেলন

ছাতকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে প্রেসক্লাবে ব্যবসায়ির সংবাদ সম্মেলন
ছবি : সংগৃহীত

সেলিম মাহবুব : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ছাতক প্রেসক্লাবে এক  সংবাদ সম্মেলন করেছেন শহরের ব্যবসায়ী দিপেন কুমার রায়। রবিবার বিকেলে ছাতক  বাজারের বাসিন্দা ব্যবসায়ী দিপেন কুমার রায়  এ সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্যে বলেন,আমার ছোটভাই পাপলু কুমার রায় জীবিত থাকাবস্থায় আমরা ভাইয়েরা পৈত্রিক ভিটে একই বাসায় থাকলেও পৃথক অন্নে ছিলাম।

ছোট ভাই পাপলু কুমার রায় দীর্ঘদিন অসুস্থ থেকে ২০২১ সালের ১৯ ফেব্রুয়ারী মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে স্ত্রী,১ পুত্র  ও ১ মেয়ে রেখে যায় সে। পাপলু কুমার রায় মারা যাওয়ার কিছু দিন পর তার স্ত্রী মুক্তি রানী রায় পিত্রালয়ে চলে যায়।

তখন থেকেই ছোট ভাই সৈকত রায় ও তার মা অনিতা রায়ের কুপরামর্শে মুক্তি রানী রায় আমি ও আমার পরিবারের সদস্যদের বিরুদ্ধে প্রতিনিয়ত অশালীন আচরণসহ অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও নানা মিথ্যা অপবাদ দিয়ে আসছে।

সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আমি ও আমার আরেক ছোট ভাই লিপ্টু কুমার রায় সহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন ফেইসবুক আইডিতে অপপ্রচার করতে দেখতে পাই। যাহা মিথ্যা,বানোয়াট ও কাল্পনিক। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।আমি আপনাদের অবগতির জন্য দৃঢ় কণ্ঠে বলতে চাই,আমাদের বাসা-বাড়ি, নিজস্ব দোকান কোঠা ও শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়া মার্কেটের দোকান কোঠার সকল কাগজপত্রে আমাদের তিন ভাইয়ের নাম রয়েছে। যাহা বিভিন্ন সময়ে একাধিক সালিশ বৈঠকে গন্যমান্য মুরব্বিদের সামনে তুলে ধরেছি। সালিশের মাধ্যমে ২০২৫  সালের ২৫ আগস্ট  পর্যন্ত  দোকান কোটা ভাড়া,যাবতীয়  হিসাব-নিকাশ সহ  সর্বশেষ  বকেয়া বাবদ  জনতা ব্যাংক ছাতক শাখার আমার নামীয় হিসাব নাম্বার ০১০০০৩৩৯৪৬২৩১  ও চেক  নং  ৫৬১৬৮৫০ এর মাধ্যমে ২০২৫ সালের ৩ সেপ্টেম্বর মুক্তি রানী রায়ের নামে ১ লক্ষ ৮৮ হাজার টাকা পরিশোধ করি। পরিশোধকৃত সমুদয় টাকা সে উত্তোলন করে।

আমাদের সমাজের কিছু কুচক্রী মহলের কারণে আমার পরিবার আজ অশান্তি ও ধ্বংসের দ্বারপ্রান্তে। জীবনের শেষ প্রান্তে এসে চুরি সহ সকল মিথ্যা অপবাদের গ্লানি নিয়ে দিন পার করছি এবং আমাদের সমাজের কিছু কুচক্রী মহল আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করতে উঠে পড়ে লেগেছে। তাদের হীনস্বার্থ বাস্তবায়নের জন্য আমি ও আমাদের পরিবারের বিরুদ্ধে যে কোন অপকর্ম করতে তারা পিছপা হবে না। এসময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্য দিপেন কুমার রায় বলেন,আপনাদের  ও সুষ্ঠু নিরপেক্ষ লিখনীর মাধ্যমে সঠিক ঘটনাটি উদঘাটিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387