প্রকাশের সময়: ২৮ অক্টোবর, ২০২৫ ০১:৪৪ অপরাহ্ণ
ছাতকে স্ত্রীর সাথে অভিমান করে নিরাপত্তা কর্মী জিয়াউল হুদার আত্মহত্যা | MkProtidin
Logo
/ সারাদেশ
অনির্দিষ্ট
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৫ ১০:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ছাতকে স্ত্রীর সাথে অভিমান করে নিরাপত্তা কর্মী জিয়াউল হুদার আত্মহত্যা

ছাতকে স্ত্রীর সাথে অভিমান করে নিরাপত্তা কর্মী জিয়াউল হুদার আত্মহত্যা
ছবি : সংগৃহীত

সেলিম মাহবুব : ছাতকে স্ত্রীর সাথে অভিমান করে নিটল কার্টিজ মিলের এক নিরাপত্তাকর্মী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। রবিবার (২৬ অক্টোবর) রাতে ছাতক  নিটল কার্টিজ মিল এলাকার কোয়ার্টার থেকে জিয়াউল হুদা'র (৪২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ছাতক নিটল কার্টিজ মিলে কর্মরত জিয়াউল হুদা বিকেলে তার স্ত্রী শারমীন সুলতানা স্বর্ণার সাথে পারিবারিক বিষয়ে ঝগড়া হয়। সন্ধ্যা ৬টার দিকে স্বামীর সাথে অভিমান করে পাঁচ বছর বয়সী একমাত্র পুত্র সন্তান সামিউল উসমান আনাবি-কে সাথে নিয়ে স্ত্রী ঘর থেকে বেরিয়ে যান। এদিকে, নিরাপত্তা কর্মকর্তা জিয়াউল হুদা তার প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধান সোয়েবুর রহমান-কে ফোন করে জানতে পারেন যে তার স্ত্রী শারমীন সুলতানা  সন্তান নিয়ে কর্মকর্তার বাসায় গেছেন।

এসময় কর্মকর্তা-কে স্যার বলে সম্বোধন করে ফোনে ক্ষমা চেয়ে নেন জিয়াউল হুদা। সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটের সময়  নিরাপত্তা বিভাগীয় প্রধান সোয়েবুর রহমান ও জিয়াউলের স্ত্রী-সন্তান বাসায় গিয়ে দেখেন, জিয়াউল হুদা ফ্যানের সাথে ঝুলে রয়েছেন । 

বিষয়টি থানায় জানানোর পর রাতে ছাতক থানার উপ-পরিদর্শক গাজী মোয়াজ্জেম হোসেন মরদেহ উদ্ধার করে। সোমবার সকালে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে লাশ  পাঠানো হয়েছে। এ ঘটনায় ছাতক থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক ভাবে জানা গেছে স্ত্রীর সাথে অভিমান করে স্বামী জিয়াউল  আত্মহত্যা করেছে। তবে বিষয়টি রহস্যজনক, ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387