প্রকাশের সময়: ২৮ অক্টোবর, ২০২৫ ০২:৫৫ অপরাহ্ণ
সুনামগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা | MkProtidin
Logo
/ রাজনীতি
অনির্দিষ্ট
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৫ ০৮:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

সুনামগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা
ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ সদর ও পৌর যুবদলের আয়োজনে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্টে আলোচনা সভায় পরিণত হয়

সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মমিনুল হক কালারচান এবং সঞ্চালনা করেন পৌর যুবদলের আহ্বায়ক আজিজুর রহমান সৌরভ

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল রশিদ আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সোহেল আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আলম এবং সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু

এছাড়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট সাদিকুর রহমান স্বপন, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুজন মাহমুদ, উজ্জল মিয়া এবং অন্যান্য বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপির সহযোগী সংগঠন হিসেবে যুবদল সবসময় দেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যুবদলের নেতাকর্মীরা আগামী আন্দোলন-সংগ্রামের জন্য সম্পূর্ণ প্রস্তুত।”

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387