প্রকাশের সময়: ২৯ অক্টোবর, ২০২৫ ১০:১০ পূর্বাহ্ণ
পাঁচবিবিতে ধানের শীষের উঠান বৈঠক, ভোট বৃদ্ধিতে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার | MkProtidin
Logo
/ রাজনীতি
অনির্দিষ্ট
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৫ ০৮:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাঁচবিবিতে ধানের শীষের উঠান বৈঠক, ভোট বৃদ্ধিতে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার

পাঁচবিবিতে ধানের শীষের উঠান বৈঠক, ভোট বৃদ্ধিতে ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার
ছবি : সংগৃহীত

মোঃ মাফিজুল ইসলাম : আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের ভোট বৃদ্ধির লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী আয়মারসূলপুর ইউনিয়নের কড়িয়া কদুবাড়ি গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় কদুবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কদুবাড়ি ক্লাবের সামনে ধানের শীষের এই উঠান বৈঠকটি হয়। বিএনপির পাগল শহীদ জিয়ার আদর্শের সৈনিক কড়িয়া বাজারের মোঃ জুয়েল রানা ও আরজিঅন্তপুর গ্রামের মাংস ব্যবসায়ী মোঃ মোতালেব হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এই উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে কদুবাড়ি গ্রামের বিএনপি সমর্থিত শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের জয়লাভে এখন থেকেই কাজ করার সম্মতি প্রকাশ করেন বৈঠকে উপস্থিত সকলেই। বিএনপি কর্মী মোতালেব বলেন, আব্দুল গফুর মন্ডল একজন ভালো ও শিক্ষিত মানুষ আমরা সবাই মিলে আগামী নির্বাচনে তার পক্ষেই ধানের শীষের ভোট করব। বিএনপি'র একনিষ্ঠ কর্মী জুয়েল রানা বলেন, গত ১৭' বছর আ'লীগ সরকারের সময় জয়পুরহাট জেলার মধ্যে সবচেয়ে বেশি নির্যাতিত, ক্ষতিগ্রস্ত ও একাধিক বার কারাবরণ করতে হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-০১ আসনে ধানের শীষের মনোনয়ন গফুর মন্ডলই পাবে। গফুর ভাইকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করতে এখন থেকেই কাজ করছি বলেও জানান তিনি।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387