প্রকাশের সময়: ০২ নভেম্বর, ২০২৫ ০৪:৩৭ অপরাহ্ণ
ঢাকায় ২৫০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার | MkProtidin
Logo
/ আইন ও বিচার
অনির্দিষ্ট
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৫ ০৮:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঢাকায় ২৫০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ঢাকায় ২৫০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
ছবি : সংগৃহীত

আলী আহসান রবি : রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে দুই হাজার পাঁচশত পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি-গুলশান বিভাগ। গ্রেফতারকৃতের নাম হলো- ১। মোঃ নুরুল আমিন (২৭)।

শনিবার (০১ নভেম্বর ২০২৫) রাত আনুমানিক ০৯:১৫ ঘটিকায় ঢাকার যাত্রাবাড়ী থানাধীন ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি-গুলশান বিভাগ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ডিবি-গুলশান বিভাগের একটি চৌকস টিম ঢাকার যাত্রাবাড়ী থানাধীন চৌধুরী ফিলিং স্টেশনের সামনের ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের উপর মোঃ নুরুল আমিনকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত থেকে দুই হাজার পাঁচশত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত মোঃ নুরুল আমিন একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন যাবৎ কক্সবাজার এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। 

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387