প্রকাশের সময়: ০৩ নভেম্বর, ২০২৫ ০৬:০৪ পূর্বাহ্ণ
কন্ঠে আমার দাও তুলে ওই আল-কোরআনের সুর | MkProtidin
Logo
/ সাহিত্য ও সংস্কৃতি
অনির্দিষ্ট
আপডেটঃ ১৬ নভেম্বর, ২০২৫ ০৮:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কন্ঠে আমার দাও তুলে ওই আল-কোরআনের সুর

কন্ঠে আমার দাও তুলে ওই আল-কোরআনের সুর
ছবি : সংগৃহীত

   ------★নুরজাহান হে রব★------
       

 কন্ঠে আমার দাও তুলে ওই
    আল-কোরআনের সুর,
অন্তর চক্ষে দেখবো তোমায় 
      দাও "প্রভু"- সে নুর।

    সর্ব সৃজন নিখুঁত নিপুণ 
     গাই তোমার গুন-গান, 
   পাহাড় নদী ফল - ফলাদি 
        কি সুন্দর সে দান।

     অন্তর- গৃহে অদৃশ্য হে 
       তুমিই যে মোর সব,
    পালন কর্তা সৃজন কর্তা 
        নুরজাহান হে রব।


লেখকঃ---শামীমা আক্তার

সম্পাদক ও প্রকাশক : মোঃ কবির নেওয়াজ রাজ | ভারপ্রাপ্ত প্রধান (অনলাইন) : মোঃ কবির নেওয়াজ রাজ
অফিস : ৪/এ, আটি মডেল সোসাইটি, আটি, কেরানীগঞ্জ, ঢাকা-১৩১২
ইমেইল: mkprotidin@gmail.com | ফোন : (+880) 1643-565087 , (+880) 1922-619387